শিরোনাম :
Logo বিএনডি ফোরামের উদ্যোগে ১৬তম বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত, চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা Logo ড. ইউনূস ও ট্রাম্পকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির Logo পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo ভারতের শিশু হোমে আটক থাকা দুই কিশোর দেশে ফিরেছে Logo বিরল রোগে আক্রান্ত কলিম উল্যাহ’র বাঁচার আকুতি,সামাজিক সহানুভূতির আবেদন অসহায় পরিবারের Logo সাজিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর Logo প্রত্যাশার বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা কুষ্টিয়ায় অনুষ্ঠিত Logo সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo চীনে ভয়াবহ বন্যা , বৃদ্ধাশ্রমে ৩০ জনের মৃত্যু

যত বড় চাঁদাবাজ হোক না কেন ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৬:৪০:৪২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • ৭৩৩ বার পড়া হয়েছে
পাহাড় ও সমতলের অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, গত ৫ আগস্টের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়ে চাঁদাবাজিসহ দেশেকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে একটি মহল। পাহাড় হোক কিংবা সমতল, কোনো চাঁদবাজকে ছাড় দেওয়া হবে না। পাহাড়ের অবৈধ অস্ত্র এবং সমতলে থানা থেকে লুট হওয়া হাতিয়ার উদ্ধার অভিযান অব্যাহত আছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর আড়াইটায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির রাঙামাটি সেক্টর পরিদর্শনের পর স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ‘পাহাড় ও সমতলের সন্ত্রাস দমনের পাশাপাশি চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। আইন কেউ হাতে তুলে নিলে কঠোর শাস্তি পেতে হবে। পাহাড়ের শান্তি ও শৃঙ্খলাবজায় রাখতে বিজিবিসহ সব বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে।

তিনি বলেন, সীমান্তের সুরক্ষার পাশাপাশি অবৈধ অস্ত্র ও চাঁদাবাজী নিয়ন্ত্রণ করতে রাষ্ট্র সব ধরনের সহায়তা করবে আইনশৃঙ্খলা বাহিনীকে।

এ সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দীক, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সোহরাব হোসেন ভূঁইয়া, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহেদ কামাল, ঢাকা পিলখানা ব্যুরো চিফ অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইয়াছিন জাহান হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী মো. সাইফুল ইসলাম, রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ ও জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএনডি ফোরামের উদ্যোগে ১৬তম বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত, চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

যত বড় চাঁদাবাজ হোক না কেন ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৬:৪০:৪২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
পাহাড় ও সমতলের অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, গত ৫ আগস্টের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়ে চাঁদাবাজিসহ দেশেকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে একটি মহল। পাহাড় হোক কিংবা সমতল, কোনো চাঁদবাজকে ছাড় দেওয়া হবে না। পাহাড়ের অবৈধ অস্ত্র এবং সমতলে থানা থেকে লুট হওয়া হাতিয়ার উদ্ধার অভিযান অব্যাহত আছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর আড়াইটায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির রাঙামাটি সেক্টর পরিদর্শনের পর স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ‘পাহাড় ও সমতলের সন্ত্রাস দমনের পাশাপাশি চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। আইন কেউ হাতে তুলে নিলে কঠোর শাস্তি পেতে হবে। পাহাড়ের শান্তি ও শৃঙ্খলাবজায় রাখতে বিজিবিসহ সব বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে।

তিনি বলেন, সীমান্তের সুরক্ষার পাশাপাশি অবৈধ অস্ত্র ও চাঁদাবাজী নিয়ন্ত্রণ করতে রাষ্ট্র সব ধরনের সহায়তা করবে আইনশৃঙ্খলা বাহিনীকে।

এ সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দীক, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সোহরাব হোসেন ভূঁইয়া, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহেদ কামাল, ঢাকা পিলখানা ব্যুরো চিফ অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইয়াছিন জাহান হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী মো. সাইফুল ইসলাম, রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ ও জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।