শিরোনাম :
Logo শেরপুর সরকারি কলেজে প্রথমবারের মতো চালু হচ্ছে বাস সার্ভিস, উদ্বোধন পহেলা বৈশাখে Logo জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এবি পার্টির বৈঠক বিকেলে Logo গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপির র‍্যালি আজ Logo মাতারবাড়ি সমুদ্রবন্দরের কাছে আমিরাতের মতো মুক্ত বাণিজ্য অঞ্চলের পরিকল্পনা Logo পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করায় ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার Logo এসএসসি পরীক্ষা শুরু আজ; মানতে হবে যেসব নির্দেশনা Logo নাম পরিবর্তনের নির্দেশনা জারি হলেও, স্টেডিয়ামের দেয়ালে ভাসছে শেখ পরিবারের নাম,ছবি Logo পাবিপ্রবির নির্মাণাধীন হলে অর্ধগলিত মরদেহ উদ্ধার: তদন্তে নেমেছে পুলিশ Logo পঞ্চগড়ে বিলুপ্ত প্রজাতির নীলগাই উদ্ধার Logo দর্শনায় বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

যত বড় চাঁদাবাজ হোক না কেন ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৬:৪০:৪২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • ৭১৬ বার পড়া হয়েছে
পাহাড় ও সমতলের অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, গত ৫ আগস্টের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়ে চাঁদাবাজিসহ দেশেকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে একটি মহল। পাহাড় হোক কিংবা সমতল, কোনো চাঁদবাজকে ছাড় দেওয়া হবে না। পাহাড়ের অবৈধ অস্ত্র এবং সমতলে থানা থেকে লুট হওয়া হাতিয়ার উদ্ধার অভিযান অব্যাহত আছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর আড়াইটায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির রাঙামাটি সেক্টর পরিদর্শনের পর স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ‘পাহাড় ও সমতলের সন্ত্রাস দমনের পাশাপাশি চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। আইন কেউ হাতে তুলে নিলে কঠোর শাস্তি পেতে হবে। পাহাড়ের শান্তি ও শৃঙ্খলাবজায় রাখতে বিজিবিসহ সব বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে।

তিনি বলেন, সীমান্তের সুরক্ষার পাশাপাশি অবৈধ অস্ত্র ও চাঁদাবাজী নিয়ন্ত্রণ করতে রাষ্ট্র সব ধরনের সহায়তা করবে আইনশৃঙ্খলা বাহিনীকে।

এ সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দীক, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সোহরাব হোসেন ভূঁইয়া, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহেদ কামাল, ঢাকা পিলখানা ব্যুরো চিফ অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইয়াছিন জাহান হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী মো. সাইফুল ইসলাম, রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ ও জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেরপুর সরকারি কলেজে প্রথমবারের মতো চালু হচ্ছে বাস সার্ভিস, উদ্বোধন পহেলা বৈশাখে

যত বড় চাঁদাবাজ হোক না কেন ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৬:৪০:৪২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
পাহাড় ও সমতলের অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, গত ৫ আগস্টের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়ে চাঁদাবাজিসহ দেশেকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে একটি মহল। পাহাড় হোক কিংবা সমতল, কোনো চাঁদবাজকে ছাড় দেওয়া হবে না। পাহাড়ের অবৈধ অস্ত্র এবং সমতলে থানা থেকে লুট হওয়া হাতিয়ার উদ্ধার অভিযান অব্যাহত আছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর আড়াইটায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির রাঙামাটি সেক্টর পরিদর্শনের পর স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ‘পাহাড় ও সমতলের সন্ত্রাস দমনের পাশাপাশি চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। আইন কেউ হাতে তুলে নিলে কঠোর শাস্তি পেতে হবে। পাহাড়ের শান্তি ও শৃঙ্খলাবজায় রাখতে বিজিবিসহ সব বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে।

তিনি বলেন, সীমান্তের সুরক্ষার পাশাপাশি অবৈধ অস্ত্র ও চাঁদাবাজী নিয়ন্ত্রণ করতে রাষ্ট্র সব ধরনের সহায়তা করবে আইনশৃঙ্খলা বাহিনীকে।

এ সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দীক, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সোহরাব হোসেন ভূঁইয়া, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহেদ কামাল, ঢাকা পিলখানা ব্যুরো চিফ অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইয়াছিন জাহান হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী মো. সাইফুল ইসলাম, রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ ও জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।