বুধবার | ৩ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল Logo জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে বাংলাদেশের কৃষকদের সক্ষম করে তুলতে হবে— আন্তর্জাতিক সেমিনারে নোবিপ্রবি উপাচার্য Logo পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক Logo পলাশবাড়ীতে জুলাই যোদ্ধার বাবার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদল ও শ্রমিকদের দোয়া Logo জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি সরকারের Logo কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির Logo চাঁদপুরে নতুন খাবারের আকর্ষণ ‘কাচ্চি ডাইন’ গ্রাহকদের ভিড় বেড়েই চলছে

ক্যাম্পাসে নির্মিত হবে জিয়া স্মৃতি সংগ্রহশালা- ইবি উপাচার্য

“ক্যাম্পাসে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণ করার জন্য করা হবে সংগ্রহশালা, যেখানে তাঁর আদর্শ চর্চিত হবে। ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল সেই লক্ষ্য পূরণে চেষ্টা অব্যাহত থাকবে” বলে জানান কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

মাননীয় উপাচার্য শহিদ জিয়াউর রহমানের অবদান ব্যাখ্যা করতে গিয়ে বলেন, জাতি যখন চরম দুর্ভোগ ও হতাশার মধ্যে সময় পার করছিল ঠিক তখনই শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের জনগণকে পুনর্জীবিত করেছে। এভাবেই তিনি সবার মনে মধ্যে আশার আলো সঞ্চার করেছিলেন। তিনি বাংলাদেশের ইতিহাসে অবিচ্ছেদ্য অংশ হিসেবে চিরদিন বেঁচে থাকবেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একই সাথে আমাদের দেশের স্বাধীনতার ঘোষক এবং এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা— এটি আমাদের জন্য গর্বের ও সৌভাগ্যের বিষয়।”

উল্লেখ্য, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্থাপিত ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর বিভিন্ন সমিতি, পরিষদ/ফোরাম, অনুষদ, হল, বিভাগ, ছাত্রসংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

ক্যাম্পাসে নির্মিত হবে জিয়া স্মৃতি সংগ্রহশালা- ইবি উপাচার্য

আপডেট সময় : ০৭:৪৮:১৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

“ক্যাম্পাসে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণ করার জন্য করা হবে সংগ্রহশালা, যেখানে তাঁর আদর্শ চর্চিত হবে। ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল সেই লক্ষ্য পূরণে চেষ্টা অব্যাহত থাকবে” বলে জানান কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

মাননীয় উপাচার্য শহিদ জিয়াউর রহমানের অবদান ব্যাখ্যা করতে গিয়ে বলেন, জাতি যখন চরম দুর্ভোগ ও হতাশার মধ্যে সময় পার করছিল ঠিক তখনই শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের জনগণকে পুনর্জীবিত করেছে। এভাবেই তিনি সবার মনে মধ্যে আশার আলো সঞ্চার করেছিলেন। তিনি বাংলাদেশের ইতিহাসে অবিচ্ছেদ্য অংশ হিসেবে চিরদিন বেঁচে থাকবেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একই সাথে আমাদের দেশের স্বাধীনতার ঘোষক এবং এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা— এটি আমাদের জন্য গর্বের ও সৌভাগ্যের বিষয়।”

উল্লেখ্য, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্থাপিত ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর বিভিন্ন সমিতি, পরিষদ/ফোরাম, অনুষদ, হল, বিভাগ, ছাত্রসংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।