শিরোনাম :
Logo মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন Logo সিরাজদিখানে মরহুম হাজী জয়নাল আবেদীন মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo ঢাকায় হামলার প্রতিবাদে খুবিতে প্রকৌশল অধিকার দাবিতে মানববন্ধন Logo চিকিৎসার অভাবে মানবেতর জীবন যাপন করছেন প্রবাসফেরত ইসমাইল হোসেন Logo চিত্রা-নড়াইল জেলা ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের নেতৃত্বে আরমান ও বোরহান Logo চাঁদপুর সদরের জনবান্ধব ইউএনও সাখাওয়াত জামিল সৈকতকে লক্ষ্মীপুরের এডিসি পদে বদলী Logo বেরোবিতে ভর্তি পরীক্ষার আসন বরাদ্দে অনিময়ের অভিযোগ ; প্রশাসন বলছে শিক্ষার্থীদের বুঝার ভুল Logo প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক নুরুন্নাহার মুন্নির সাহিত্য পত্রিকা ‘আখ্যান’ Logo পলাশবাড়ী পৌর এলাকায় জমি জবর দখলের অভিযোগ Logo প্রবাসফেরত ইসমাইলের পাশে দাঁড়ালেন এনসিপি নেতা ডা. আরিফুল ইসলাম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উদযাপিত বিশ্ব সমাজকর্ম দিবস

‘বিশ্ব সমাজকর্ম দিবস- ২০২৫’ উপলক্ষ্যে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগ।

মঙ্গলবার (১৮ মার্চ) “টেকসই উন্নয়নের জন্য প্রজন্মের মধ্যে সহযোগিতা বাড়ানো” প্রতিপাদ্য কে ধারণ করে অনুষদ ভবন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি প্রশাসন ভবন সামনে সমবেত হয়।

এসময় র‍্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মোছা. আসমা সাদিয়া রুনা, একই বিভাগের সহকারী অধ্যাপক শ্যামসুন্দর সরকার, প্রভাষক হাবিবুর রহমান সহ বিভাগের অন্যান্য শিক্ষার্থীবৃন্দ। পরবর্তীতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করে বিভাগটি।

সমাজকর্ম বিভাগের সভাপতি সাদিয়া সুলতানা রুনা বলেন, ‘আজকের এই র‍্যালিতে অংশগ্রহণকারী সকল ব্যক্তিকে ধন্যবাদ জানাই। আজকের এই স্লোগানকে সামনে রেখে আমাদের প্রজন্মের দূরত্ব পূরণ করে সামাজিক বন্ধন সুদৃঢ় করতে হবে। এতে আমাদের সমাজ হবে শক্তিশালী এবং সমাজের মানুষের মাঝে সম্পর্ক দৃঢ় হবে।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, “মানবতার প্রতিনিধিত্ব হয় মানব বিচরনের মাধ্যমে। বর্তমানে পৃথিবীতে চতুর্থ শিল্প বিল্পব চলেও বাংলাদেশের মানুষ ২য় বা ৩য় শিল্প বিল্পবের সুবিধা ভোগ করে। কারণ আমাদের সমাজ যৌথ পরিবার থেকে একক পরিবারে পরিণত হয়েছে। তাই সমাজের সকল জায়গায় এই বিপ্লবে সুবিধা পৌঁছে দিতে হবে। শিল্প বিপ্লবের কারণেই যৌথ পরিবার বিলুপ্ত হয়েছে কিন্তু এই বিপ্লব নতুন সুযোগ এনে দিয়েছে, কারণ এক মূহুর্তের মধ্যে আমরা পৃথিবীর এক জায়গা থেকে অন্য জায়গায় নেটওয়ার্কিং করতে পারি। এজন্য এই বিল্পব সামাজিক বন্ধনের অন্তরায় হবে না।”

“বিশ্ব সমাজকর্ম দিবস” র‍্যালিতে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবতোষ সরকার দিব্য বলেন, “বিশ্ব সমাজকর্ম দিবস” আমাদের ক্যাম্পাসে দ্বিতীয় বার উদযাপিত হলো। তো বিভাগের এই প্রথম কোনো জাঁকজমকপূর্ণ র‍্যালি এর আয়োজন করা হলো যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই শৃঙ্খলার মধ্যে দিয়ে আর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে যেটা একজন সমাজ কর্মী হিসেবে আমার কাছে খুবই আনন্দের বিষয়। আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের স্যার এবং ম্যামদের, সাথে সিনিয়র জুনিয়র সবাইকে যাদের একাত্ব সহযোগিতায় আমরা আমাদের এই অনুষ্ঠানটা সম্পন্ন করতে পেরেছি । আমার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লেগেছে আর আশা করি ভবিষ্যতেও আরো কিছু হবে ।

প্রসঙ্গত, প্রতি বছর মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার বিশ্বব্যাপী ‘সমাজকর্ম দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। আর এই ধারা ইসলামী বিশ্ববিদ্যালয়ে বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ সমাজকর্ম বিভাগ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উদযাপিত বিশ্ব সমাজকর্ম দিবস

আপডেট সময় : ১০:০৮:৪৫ পূর্বাহ্ণ, বুধবার, ১৯ মার্চ ২০২৫

‘বিশ্ব সমাজকর্ম দিবস- ২০২৫’ উপলক্ষ্যে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগ।

মঙ্গলবার (১৮ মার্চ) “টেকসই উন্নয়নের জন্য প্রজন্মের মধ্যে সহযোগিতা বাড়ানো” প্রতিপাদ্য কে ধারণ করে অনুষদ ভবন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি প্রশাসন ভবন সামনে সমবেত হয়।

এসময় র‍্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মোছা. আসমা সাদিয়া রুনা, একই বিভাগের সহকারী অধ্যাপক শ্যামসুন্দর সরকার, প্রভাষক হাবিবুর রহমান সহ বিভাগের অন্যান্য শিক্ষার্থীবৃন্দ। পরবর্তীতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করে বিভাগটি।

সমাজকর্ম বিভাগের সভাপতি সাদিয়া সুলতানা রুনা বলেন, ‘আজকের এই র‍্যালিতে অংশগ্রহণকারী সকল ব্যক্তিকে ধন্যবাদ জানাই। আজকের এই স্লোগানকে সামনে রেখে আমাদের প্রজন্মের দূরত্ব পূরণ করে সামাজিক বন্ধন সুদৃঢ় করতে হবে। এতে আমাদের সমাজ হবে শক্তিশালী এবং সমাজের মানুষের মাঝে সম্পর্ক দৃঢ় হবে।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, “মানবতার প্রতিনিধিত্ব হয় মানব বিচরনের মাধ্যমে। বর্তমানে পৃথিবীতে চতুর্থ শিল্প বিল্পব চলেও বাংলাদেশের মানুষ ২য় বা ৩য় শিল্প বিল্পবের সুবিধা ভোগ করে। কারণ আমাদের সমাজ যৌথ পরিবার থেকে একক পরিবারে পরিণত হয়েছে। তাই সমাজের সকল জায়গায় এই বিপ্লবে সুবিধা পৌঁছে দিতে হবে। শিল্প বিপ্লবের কারণেই যৌথ পরিবার বিলুপ্ত হয়েছে কিন্তু এই বিপ্লব নতুন সুযোগ এনে দিয়েছে, কারণ এক মূহুর্তের মধ্যে আমরা পৃথিবীর এক জায়গা থেকে অন্য জায়গায় নেটওয়ার্কিং করতে পারি। এজন্য এই বিল্পব সামাজিক বন্ধনের অন্তরায় হবে না।”

“বিশ্ব সমাজকর্ম দিবস” র‍্যালিতে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবতোষ সরকার দিব্য বলেন, “বিশ্ব সমাজকর্ম দিবস” আমাদের ক্যাম্পাসে দ্বিতীয় বার উদযাপিত হলো। তো বিভাগের এই প্রথম কোনো জাঁকজমকপূর্ণ র‍্যালি এর আয়োজন করা হলো যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই শৃঙ্খলার মধ্যে দিয়ে আর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে যেটা একজন সমাজ কর্মী হিসেবে আমার কাছে খুবই আনন্দের বিষয়। আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের স্যার এবং ম্যামদের, সাথে সিনিয়র জুনিয়র সবাইকে যাদের একাত্ব সহযোগিতায় আমরা আমাদের এই অনুষ্ঠানটা সম্পন্ন করতে পেরেছি । আমার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লেগেছে আর আশা করি ভবিষ্যতেও আরো কিছু হবে ।

প্রসঙ্গত, প্রতি বছর মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার বিশ্বব্যাপী ‘সমাজকর্ম দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। আর এই ধারা ইসলামী বিশ্ববিদ্যালয়ে বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ সমাজকর্ম বিভাগ।