হাবিপ্রবিতে ১৭৯৫ আসনের বিপরীতে আবেদন পড়লো ৭২৯৯৩ টি।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে ভর্তির জন্য ১৭৯৫ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭২৯৯৩ জন শিক্ষার্থী। অর্থাৎ আসনপ্রতি লড়বেন ৪১ জন। এর মধ্যে A ইউনিটে ২৫৪০৬ জন, B ইউনিটে ২২২৯৫ জন, C ইউনিটে ৬৮৪৯ জন এবং D ইউনিটে ১৮৪৩৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন এবং টাকা পরিশোধ করার পরে কারিগরি ত্রুটির কারণে চারজনের আবেদন পেন্ডিং রয়েছে।

এবার ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটের মধ্যে A ইউনিটে ৫৩৫ টি, B ইউনিটে ৭৪০ টি (এরমধ্যে আর্কিটেকচার ৩০ টি), C ইউনিটে ২৮০ টি, D ইউনিটে ২৪০ টি আসন রয়েছে। ইউনিটপ্রতি হিসাব করলে A ইউনিটে প্রতি সিটের বিপরীতে ৪৮ জন, B ইউনিটে ৩১ জন, C ইউনিটে ২৫ জন, D ইউনিটে ৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবেন।

রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখা থেকে এসব তথ্য জানা গেছে।

উল্লেখ্য, গুচ্ছ ভর্তিপরীক্ষা থেকে বেরিয়ে এসে এ বছর স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে হাবিপ্রবি। আগামী ০৫ মে A ইউনিট, ০৬ মে B ইউনিট এবং ০৭ মে C ও D ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) পাওয়া যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাবিপ্রবিতে ১৭৯৫ আসনের বিপরীতে আবেদন পড়লো ৭২৯৯৩ টি।

আপডেট সময় : ১১:০৮:৫১ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ মার্চ ২০২৫

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে ভর্তির জন্য ১৭৯৫ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭২৯৯৩ জন শিক্ষার্থী। অর্থাৎ আসনপ্রতি লড়বেন ৪১ জন। এর মধ্যে A ইউনিটে ২৫৪০৬ জন, B ইউনিটে ২২২৯৫ জন, C ইউনিটে ৬৮৪৯ জন এবং D ইউনিটে ১৮৪৩৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন এবং টাকা পরিশোধ করার পরে কারিগরি ত্রুটির কারণে চারজনের আবেদন পেন্ডিং রয়েছে।

এবার ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটের মধ্যে A ইউনিটে ৫৩৫ টি, B ইউনিটে ৭৪০ টি (এরমধ্যে আর্কিটেকচার ৩০ টি), C ইউনিটে ২৮০ টি, D ইউনিটে ২৪০ টি আসন রয়েছে। ইউনিটপ্রতি হিসাব করলে A ইউনিটে প্রতি সিটের বিপরীতে ৪৮ জন, B ইউনিটে ৩১ জন, C ইউনিটে ২৫ জন, D ইউনিটে ৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবেন।

রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখা থেকে এসব তথ্য জানা গেছে।

উল্লেখ্য, গুচ্ছ ভর্তিপরীক্ষা থেকে বেরিয়ে এসে এ বছর স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে হাবিপ্রবি। আগামী ০৫ মে A ইউনিট, ০৬ মে B ইউনিট এবং ০৭ মে C ও D ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) পাওয়া যাবে।