আইসিসির পোস্টে বদলে গেল মিরাজের নাম

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:৪৩:৩৮ অপরাহ্ণ, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ৭১৯ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। প্রায় এক দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়ে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচে। কিন্তু বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এতদিন পরে এসেও তাকে ভুল নামে সম্বোধন করছে।

বুধবার (৫ মার্চ) প্রকাশিত পুরুষদের ওয়ানডে র‌্যাংকিংয়ের তালিকায় মিরাজের নামের স্থলে লেখা হয়েছে ‘মেহেদী হাসান রাজা’।

 

আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজে ওয়ানডে ফরম্যাটের সেরা ১০ ব্যাটার, বোলার ও অলরাউন্ডারের তালিকা প্রকাশ করা হয়। সেখানে অলরাউন্ডারদের তালিকায় ২৪৮ রেটিং নিয়ে চতুর্থ স্থানে থাকা মিরাজের নামের শেষাংশে ভুল করে ফেলে সংস্থাটি।

তবে সে পোস্টে ভুল ধরিয়ে মন্তব্যের ঘরে ঝড় উঠলেও আইসিসি সেটি সংশোধন করেনি। দুদিন পরেও তাদের ফেসবুক পেজে দেখা যাচ্ছে ‘মেহেদী হাসান রাজা’ নামটি।

আইসিসির এই ভুলের পর ক্রিকেটপ্রেমীরা তাৎক্ষণিকভাবে সামাজিক মাধ্যমে এর প্রতিবাদ জানান। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আইসিসির পোস্টে বদলে গেল মিরাজের নাম

আপডেট সময় : ১২:৪৩:৩৮ অপরাহ্ণ, শনিবার, ৮ মার্চ ২০২৫

বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। প্রায় এক দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়ে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচে। কিন্তু বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এতদিন পরে এসেও তাকে ভুল নামে সম্বোধন করছে।

বুধবার (৫ মার্চ) প্রকাশিত পুরুষদের ওয়ানডে র‌্যাংকিংয়ের তালিকায় মিরাজের নামের স্থলে লেখা হয়েছে ‘মেহেদী হাসান রাজা’।

 

আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজে ওয়ানডে ফরম্যাটের সেরা ১০ ব্যাটার, বোলার ও অলরাউন্ডারের তালিকা প্রকাশ করা হয়। সেখানে অলরাউন্ডারদের তালিকায় ২৪৮ রেটিং নিয়ে চতুর্থ স্থানে থাকা মিরাজের নামের শেষাংশে ভুল করে ফেলে সংস্থাটি।

তবে সে পোস্টে ভুল ধরিয়ে মন্তব্যের ঘরে ঝড় উঠলেও আইসিসি সেটি সংশোধন করেনি। দুদিন পরেও তাদের ফেসবুক পেজে দেখা যাচ্ছে ‘মেহেদী হাসান রাজা’ নামটি।

আইসিসির এই ভুলের পর ক্রিকেটপ্রেমীরা তাৎক্ষণিকভাবে সামাজিক মাধ্যমে এর প্রতিবাদ জানান। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে।