খুলনার কয়রা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহবায়ক হিসেবে গোলাম রব্বানী এবং সদস্য সচিব হিসেবে এসকে গালিব দায়িত্ব পেয়েছেন।
২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার খুলনা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক তাসনিম আহমেদ ও সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও, এতে শিক্ষার্থীদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
কমিটি ঘোষণার পরপরই বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী আন্দোলনকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।