বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

জানেন কি হরমোন রোগ কি? না জানলে জেনে নিন !!!

নিউজ ডেস্ক:

হরমোন হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ যা গ্রন্থি হতে নিঃসারিত হয়ে বিভিন্ন শারীরিক ক্রিয়া বিক্রিয়া, বৃদ্ধি, রক্ত চাপ নিয়ন্ত্র, মাতৃদুগ্ধ তৈরী, যৌন পরিপক্কতা ইত্যাদি ক্ষেত্রে প্রত্যক্ষ ভূমিকা রাখে৷ হরমোন নিঃসরনের প্রধান গ্রন্থি হলো পিটুইটারী যা মানুষের মস্তিষ্কের নীচের দিকে হাইপোব্যালাথার্ম নামক জায়গা হতে ঝুলে থাকে৷ হাইপোব্যালাথামে যে হরমোন প্রস্তুত হয় তা পিটুইটারী গ্রন্থিকে সংকেত দেয় হরমোন নিঃসরন করার জন্য এবং শারীরিক বিভিন্ন কাজে পিটুইটারী গ্রন্থি হরমোন নিঃসৃত করে৷ সেজন্য পিটুইটারী গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়৷ পিটুইটারী গ্রন্থি দুই ভাগে বিভক্ত, সামনের দিকে পিটুইটারী গ্রন্থি এবং এবং পিছনের দিকে পিটুইটারী গ্রন্থি৷

সামনের দিকের পিটুইটারী গ্রন্থির হতে যে হরমোন নিঃসৃত হয়

*      টি.এস.এইচ বা থাইরয়েড ষ্টিসুলোটিং হরমোন এই হরমোন-এই হরমোন গলগন্ড বা স্যাগ রোগ প্রতিরোধ করে৷
*     গ্রোথ হরমোন-এই হরমোন শারীরিক বৃদ্ধিতে ভূমিকা রাখে
*     লুইটিনাইজিং হরমোন বা ফলিন্কল স্টিমুলেটিং হরমোন এটি শুক্রানু ডিম্বানুর পরিপক্কতা আনতে ভূমিকা রাখে৷
*     মেলানোমাইট স্টিমুলেংট হরমোন দেহের রং এর ক্ষেত্রে এই হরমোন ভূমিকা রাখে৷
*     প্রোন্যাকাটন : মাতৃদুগ্ধ তৈরীতে ভূমিকা রাখে৷

পিছনের দিকের পিটুইটারী গ্রন্থির হতে যে হরমোন নিঃসৃত হয়৷

*     অক্সিটোসিন-প্রসবের সময় জরায়ু সংকোচন প্রসারনে সাহায্য করে এবং মাতৃদুদ্ধ বের হতে ভূমিকা রাখে৷
*     এন্টি ডায়রুটিক হরমোন শরীরে পানির ভারসাম্য বজায় রাখে৷

হরমোন  ঘটিত রোগ

*      থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা কমে যাওয়া
*     থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা বেড়ে যাওয়া(হাইপারথাইরয়ডিজম)
*     ডায়াবেটিস
*     ডায়াবেটিস রোগীর অন্যান্য স্বাস্থ্য সমস্যা

Similar Articles

Advertismentspot_img

Most Popular