১৯ বছরে সানি লিওন দেখতে যেমন ছিলেন !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৫:০৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
  • ৭৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সানি লিওন, বর্তমান ভারতের এক জনপ্রিয় নাম। ইন্টারনেটে যাকে সবথেকে বেশি খোঁজা হয়, সেই সানি লিওন এখন ভারতীয় জন-জীবনের ‘অবিচ্ছেদ্য অঙ্গ’ হয়ে উঠছেন। সিনেমা থেকে মিউজিক ভিডিও, রাস্তার দেওয়াল থেকে টেলিভিশনের পর্দা, খবরের কাগজ থেকে বাস-ট্রাম-ট্রেন, বিজ্ঞাপনে সানি লিওন কোথাও না কোথাও নিজের পার্মানেন্ট জায়গা করেই নিয়েছেন।

দেখতে না চাইলে নিজের চোখ বন্ধ করে রাখা ছাড়া উপায় নেই। নিষিদ্ধতার বেড়াজাল পেরিয়ে সানি যেন দিনে দিনে সার্বজনীন হয়ে উঠছেন।

তবে জীবনের চড়াইয়ে শুরুটা এতটাও সহজ ছিল না তাঁর! সানি লিওনের তথ্য চিত্রে বারবার তাঁর প্রথম পর্যায়ের জীবনে উঠে এসেছে রূঢ় বাস্তবের সঙ্গে লড়াই। ১৯ বছর বয়সে প্রথম পর্ন ইন্ডাস্ট্রিতে পা রাখা, তারপর… এভাবেই ‘সানি ডেইজ’ চলছে। এটাই হল সানির সেই ছবি যেদিন তিনি প্রথম পর্ন সিনেমায় ‘অভিনয়’ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্রসচিবসহ ৬ জনকে অব্যাহতি

১৯ বছরে সানি লিওন দেখতে যেমন ছিলেন !

আপডেট সময় : ১১:২৫:০৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

সানি লিওন, বর্তমান ভারতের এক জনপ্রিয় নাম। ইন্টারনেটে যাকে সবথেকে বেশি খোঁজা হয়, সেই সানি লিওন এখন ভারতীয় জন-জীবনের ‘অবিচ্ছেদ্য অঙ্গ’ হয়ে উঠছেন। সিনেমা থেকে মিউজিক ভিডিও, রাস্তার দেওয়াল থেকে টেলিভিশনের পর্দা, খবরের কাগজ থেকে বাস-ট্রাম-ট্রেন, বিজ্ঞাপনে সানি লিওন কোথাও না কোথাও নিজের পার্মানেন্ট জায়গা করেই নিয়েছেন।

দেখতে না চাইলে নিজের চোখ বন্ধ করে রাখা ছাড়া উপায় নেই। নিষিদ্ধতার বেড়াজাল পেরিয়ে সানি যেন দিনে দিনে সার্বজনীন হয়ে উঠছেন।

তবে জীবনের চড়াইয়ে শুরুটা এতটাও সহজ ছিল না তাঁর! সানি লিওনের তথ্য চিত্রে বারবার তাঁর প্রথম পর্যায়ের জীবনে উঠে এসেছে রূঢ় বাস্তবের সঙ্গে লড়াই। ১৯ বছর বয়সে প্রথম পর্ন ইন্ডাস্ট্রিতে পা রাখা, তারপর… এভাবেই ‘সানি ডেইজ’ চলছে। এটাই হল সানির সেই ছবি যেদিন তিনি প্রথম পর্ন সিনেমায় ‘অভিনয়’ করেন।