সারাদেশে মঙ্গল-বুধবার বইয়ের দোকান বন্ধের ঘোষণা !

0
53

নিউজ ডেস্ক:

প্রস্তাবিত শিক্ষা আইনের কয়েকটি ধারা ও উপধারা বাতিলের দাবিতে আগামী মঙ্গলবার ও বুধবার দেশব্যাপী বইয়ের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন বলেন।

তিনি বলেন, একই উদ্দেশ্যে সোমবার ৬৪ জেলায় এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালনের পাশাপাশি এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে সংগঠনটি।

এ সময় অন্যদের মধ্যে সমিতির শিক্ষা আইন বিষয়ক সম্পাদক শ্যামল পাল, সহ-সভাপতি গাজী জহিরুল ইসলাম, পাঞ্জেরী পাবলিকেশন্সের কামরুল হাসান শায়ক, এডভান্স পাবলিকেশন্সের শামসুল ইসলাম বাহার, সাহিত্য সাগর’এর ওয়াহিদুজ্জামান সরকার জামাল, বই সামগ্রীর নেসার উদ্দিন হাওলাদার বক্তব্য দেন।