রায়ে প্যানেল মেয়র নজরুলের স্ত্রীর সন্তোষ প্রকাশ !

0
41

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুন মামলার ২৬ জনের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ওই সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি।

গতকাল সোমবার সকালে আলোচিত এই মামলার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ সন্তোস প্রকাশ করেন। তিনি বলেন, আমরা রায়ে সন্তোষ প্রকাশ করছি। তবে সাজা দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি।

একই কথা বলেন নিহত নজরুলের শ্বশুর সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম। তিনি বলেন, আমি রায়ে খুশি। এখন সাজা দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি।

এর আগে, সকালে চার্জশিটে থাকার মামলার ৩৫ আসামির মধ্যে ২৬ জনের ফাঁসি ও বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনে।