রাজশাহীতে আগুনে এক বৃদ্ধার মৃত্যু!

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৪৬:৪৭ অপরাহ্ণ, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭
  • ৭৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আগুনে দগ্ধ হয়ে লাবন্য প্রভা (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।গত শনিবার রাত দেড়টার দিকে উপজেলার কয়ামাজমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত নিরঞ্জন কুমারের স্ত্রী।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, রাতে ওই বৃদ্ধা ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে ওই ঘরে আগুন লাগে। এ সময় কেউ কিছু বুঝে ওঠার আগেই তিনি আগুনে দগ্ধ হয়ে মারা যান। পরে খবর পেয়ে রাতেই পুঠিয়া থেকে দমকল বাহিনীর একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) পাঠায়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল তা জানা যায়নি। এ ঘটনায় অন্য কেউ আহত হননি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। থানায় একটি মামালা দায়েরেরও প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, শীতে আগুনের তাপ নেওয়ার জন্য আগুন জ্বালানো হয়েছিল এমন কোনো আলামত তারা পাননি। ফলে বিষয়টি রহস্যজনক। তবে তদন্তের স্বার্থে তিনি এনিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে আগুনে এক বৃদ্ধার মৃত্যু!

আপডেট সময় : ০৬:৪৬:৪৭ অপরাহ্ণ, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আগুনে দগ্ধ হয়ে লাবন্য প্রভা (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।গত শনিবার রাত দেড়টার দিকে উপজেলার কয়ামাজমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত নিরঞ্জন কুমারের স্ত্রী।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, রাতে ওই বৃদ্ধা ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে ওই ঘরে আগুন লাগে। এ সময় কেউ কিছু বুঝে ওঠার আগেই তিনি আগুনে দগ্ধ হয়ে মারা যান। পরে খবর পেয়ে রাতেই পুঠিয়া থেকে দমকল বাহিনীর একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) পাঠায়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল তা জানা যায়নি। এ ঘটনায় অন্য কেউ আহত হননি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। থানায় একটি মামালা দায়েরেরও প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, শীতে আগুনের তাপ নেওয়ার জন্য আগুন জ্বালানো হয়েছিল এমন কোনো আলামত তারা পাননি। ফলে বিষয়টি রহস্যজনক। তবে তদন্তের স্বার্থে তিনি এনিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।