মাগুরায় হয়েগেল পাঁচ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৪৫:০২ অপরাহ্ণ, সোমবার, ৬ মার্চ ২০১৭
  • ৭৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মাগুরা কালেক্টরেট মাঠে গত বুধবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা।
সমন্বিত কৃষি প্রযুক্তির মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।

এ উপলক্ষে গত বুধবার দুপুরে জেলা কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের করা হয়।  র‌্যালিটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে  কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা । জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পার্থ প্রতিম সাহার সভাপতিত্বে আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবর রহমান।

বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খন্দকার আজিম আহমেদ, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল ফাত্তাহ, আবু নাসির বাবলু, বাসুদেব কুন্ডু প্রমুখ।

মেলায় ২০ স্টলে আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। গতকাল ৫ মার্চ এ মেলা শেষ হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্রসচিবসহ ৬ জনকে অব্যাহতি

মাগুরায় হয়েগেল পাঁচ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা !

আপডেট সময় : ০৫:৪৫:০২ অপরাহ্ণ, সোমবার, ৬ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

মাগুরা কালেক্টরেট মাঠে গত বুধবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা।
সমন্বিত কৃষি প্রযুক্তির মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।

এ উপলক্ষে গত বুধবার দুপুরে জেলা কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের করা হয়।  র‌্যালিটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে  কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা । জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পার্থ প্রতিম সাহার সভাপতিত্বে আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবর রহমান।

বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খন্দকার আজিম আহমেদ, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল ফাত্তাহ, আবু নাসির বাবলু, বাসুদেব কুন্ডু প্রমুখ।

মেলায় ২০ স্টলে আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। গতকাল ৫ মার্চ এ মেলা শেষ হয়।