দেশব্যাপী বিপুল চাহিদা রয়েছে বরিশালের আমড়া’র !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৭:২৭ অপরাহ্ণ, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬
  • ৭৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেশব্যাপী বিপুল চাহিদা রয়েছে ‘বরিশাল অঞ্চলের আমড়া’র। সুস্বাদু এই ফলের চাহিদার বেশির ভাগই পূরণ হচ্ছে ঝালকাঠি থেকে। প্রতিদিনই জেলার ভাসমান হাটে বিক্রি হচ্ছে আমড়া। এ হাট থেকে সারাদেশে সরবরাহ করা হয় পুষ্টিকর এ ফল।
বিপুল চাহিদা, সেই সঙ্গে লাভজনক হওয়ায় বরিশাল অঞ্চলে বেড়েছে পুষ্টিকর ফল আমড়ার চাষাবাদ। দেিণ আমড়া উৎপাদনের অন্যতম জেলা ঝালকাঠি। এই জেলার বিভিন্ন হাটে এখন চলছে আমড়ার রমরমা বেচাকেনা।
এর মধ্যে ভিমরুলী গ্রামের ভাসমান হাটটি সবচেয়ে বড়। এখান থেকে আমড়া কিনে সরবরাহ করা হয় সারা দেশে। ১৮শ’ টাকা মণ দরে বিক্রি হচ্ছে এ সুস্বাদু আমড়া।
এ বছর পানি বাড়ার কারণে ফলন কিছুটা কম হয়েছে বলে জানান আমড়া চাষিরা। তবে বাড়তি দাম পাওয়ায় সে তি পুষিয়ে গেছে বলেও জানান তারা।
ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক শেখ আবু বকর সিদ্দিক জানান, আমড়া চাষের মাধ্যমে আরো লাভবান হতে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেয়া হচ্ছে।
ঝালকাঠি জেলায় এ বছর ৬’শ ৫০ হেক্টর জমিতে আমড়ার চাষ হয়েছে। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, এ মৌসুমে প্রতিটি আমড়া গাছ থেকে গড়ে ৩ হাজার টাকার আমড়া বিক্রি করা সম্ভব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্রসচিবসহ ৬ জনকে অব্যাহতি

দেশব্যাপী বিপুল চাহিদা রয়েছে বরিশালের আমড়া’র !

আপডেট সময় : ১১:৩৭:২৭ অপরাহ্ণ, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

দেশব্যাপী বিপুল চাহিদা রয়েছে ‘বরিশাল অঞ্চলের আমড়া’র। সুস্বাদু এই ফলের চাহিদার বেশির ভাগই পূরণ হচ্ছে ঝালকাঠি থেকে। প্রতিদিনই জেলার ভাসমান হাটে বিক্রি হচ্ছে আমড়া। এ হাট থেকে সারাদেশে সরবরাহ করা হয় পুষ্টিকর এ ফল।
বিপুল চাহিদা, সেই সঙ্গে লাভজনক হওয়ায় বরিশাল অঞ্চলে বেড়েছে পুষ্টিকর ফল আমড়ার চাষাবাদ। দেিণ আমড়া উৎপাদনের অন্যতম জেলা ঝালকাঠি। এই জেলার বিভিন্ন হাটে এখন চলছে আমড়ার রমরমা বেচাকেনা।
এর মধ্যে ভিমরুলী গ্রামের ভাসমান হাটটি সবচেয়ে বড়। এখান থেকে আমড়া কিনে সরবরাহ করা হয় সারা দেশে। ১৮শ’ টাকা মণ দরে বিক্রি হচ্ছে এ সুস্বাদু আমড়া।
এ বছর পানি বাড়ার কারণে ফলন কিছুটা কম হয়েছে বলে জানান আমড়া চাষিরা। তবে বাড়তি দাম পাওয়ায় সে তি পুষিয়ে গেছে বলেও জানান তারা।
ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক শেখ আবু বকর সিদ্দিক জানান, আমড়া চাষের মাধ্যমে আরো লাভবান হতে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেয়া হচ্ছে।
ঝালকাঠি জেলায় এ বছর ৬’শ ৫০ হেক্টর জমিতে আমড়ার চাষ হয়েছে। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, এ মৌসুমে প্রতিটি আমড়া গাছ থেকে গড়ে ৩ হাজার টাকার আমড়া বিক্রি করা সম্ভব।