নিউজ ডেস্ক:
উচ্চ পর্যায়ের দুর্নীতির এক মামলায় অসদাচরনের জন্য দোষী সাব্যস্ত করে হংকংয়ের সাবেক প্রধান নির্বাহী ডোনাল্ড স্যাংকে ২০ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
হংকংয়ের ইতিহাসে সর্বোচ্চ পদাধিকারী সাবেক কর্মকর্তার বিরুদ্ধে আজ বুধবার এ রায় ঘোষণা করেন হাইকোর্ট।
স্যাং ক্ষমতায় থাকার সময় এক ব্যবসায়ীকে একটি সম্প্রচার লাইসেন্স দেয়ার বিনিময়ে নিজের অবসরের সময় একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নেয়ার পরিকল্পনা করেন।
এ বিষয়টি গোপন করেই মন্ত্রিসভায় ওই ব্যবসায়ীকে সম্প্রচার লাইসেন্স দেয়ার বিষয়টি অনুমোদন করেন স্যাং।
ব্রিটিশ কর্তৃত্বাধীন হংকং ১৯৯৭ সালে চীনের কাছে হস্তান্তরের আগে-পরে এর প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন দণ্ডিত ডোনাল্ড স্যাং। সর্বশেষ ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত সাত বছর হংকংয়ের প্রধান নির্বাহী ছিলেন তিনি। হংকংয়ের নেতৃত্বদান এবং ৯৭-৯৮ সালে এশিয়ার অর্থনৈতিক মন্দার সময় ক্যারিশমাটিক ভূমিকার জন্য খ্যাতিমান ছিলেন স্যাং।