জ্বালানি ছাড়াই চলছে নেদারল্যান্ডস’র ট্রেন!

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৪১:১৩ অপরাহ্ণ, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭
  • ৭৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নেদারল্যান্ডসের সব ট্রেন এখন বায়ুশক্তিতে উৎপাদিত বিদ্যুতে চলছে। দেশটির জাতীয় রেলওয়ে কম্পানি এনএস এই খবর নিশ্চিত করেছে।

এনএস মুখপাত্র টন বুন বলেন, গত ১ জানুয়ারি থেকেই আমাদের ১০০% ট্রেন বায়ুশক্তিতে উৎপাদিত বিদ্যুতে চলছে।

ডাচ বিদ্যুত কম্পানি এনেকো দুই বছর আগে এনএস এর প্রস্তাবিত একটি টেন্ডার জিতে নেয়। এরপর দুই কম্পানি ১০ বছরের একটি চুক্তি করে। এতে ২০১৮ সালের মধ্যেই সব এনএস ট্রেন বায়ুশক্তিতে উৎপাদিত বিদ্যুতে চালানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

বুন জানান, ‘পরিকল্পিত সময়েরও এক বছর আগে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাচ্ছি। ‘ তিনি বলেন, দেশজুড়ে এবং নেদারল্যান্ডস এর উপকূলজুড়ে অসংখ্য উইন্ড ফার্মের বিস্তার ঘটায় এটা সম্ভব হচ্ছে।

এনএস জানিয়েছে তারা প্রতিদিন ৬ লাখ যাত্রী পরিবহন করে। আর প্রতিদিন ৫,৫০০টি ট্রেন ট্রিপ চলাচল করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্রসচিবসহ ৬ জনকে অব্যাহতি

জ্বালানি ছাড়াই চলছে নেদারল্যান্ডস’র ট্রেন!

আপডেট সময় : ০৫:৪১:১৩ অপরাহ্ণ, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

নেদারল্যান্ডসের সব ট্রেন এখন বায়ুশক্তিতে উৎপাদিত বিদ্যুতে চলছে। দেশটির জাতীয় রেলওয়ে কম্পানি এনএস এই খবর নিশ্চিত করেছে।

এনএস মুখপাত্র টন বুন বলেন, গত ১ জানুয়ারি থেকেই আমাদের ১০০% ট্রেন বায়ুশক্তিতে উৎপাদিত বিদ্যুতে চলছে।

ডাচ বিদ্যুত কম্পানি এনেকো দুই বছর আগে এনএস এর প্রস্তাবিত একটি টেন্ডার জিতে নেয়। এরপর দুই কম্পানি ১০ বছরের একটি চুক্তি করে। এতে ২০১৮ সালের মধ্যেই সব এনএস ট্রেন বায়ুশক্তিতে উৎপাদিত বিদ্যুতে চালানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

বুন জানান, ‘পরিকল্পিত সময়েরও এক বছর আগে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাচ্ছি। ‘ তিনি বলেন, দেশজুড়ে এবং নেদারল্যান্ডস এর উপকূলজুড়ে অসংখ্য উইন্ড ফার্মের বিস্তার ঘটায় এটা সম্ভব হচ্ছে।

এনএস জানিয়েছে তারা প্রতিদিন ৬ লাখ যাত্রী পরিবহন করে। আর প্রতিদিন ৫,৫০০টি ট্রেন ট্রিপ চলাচল করে।