শিরোনাম :
Logo ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার Logo বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ভারতে আটক ৪৪৮ জন Logo ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ Logo জমি বিরোধকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা Logo বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, ৬০ হাজার টাকা জরিমানা Logo দিনমজুরি করেও স্বপ্ন দেখেছে আইনজীবী হওয়ার, পাঁচ বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে আইন বিভাগে ভর্তি হলেও পড়ালেখার ভবিষ্যৎ টাকার অভাবে অনিশ্চিৎ Logo কুবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের দায়িত্বে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা! Logo মাদরাসা শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ধর্ম উপদেষ্টা Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী” শিশু শিল্পী টুনটুনির জন্মদিন উদযাপন Logo রাবিতে ডাইনিং সংকটসহ ৫ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের

জাতীয় চার নেতার নামে সংখ্যালঘুর জমি দখল !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১০:০১ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রংপুর নগরীর প্রাণকেন্দ্র ঢাকা হোটেল গলি সড়ক সংলগ্ন এক সংখ্যালঘু ব্যবসায়ীর সোয়া চার কোটি টাকা মূল্যের সোয়া চার শতাংশ জমি জবরদখল করে সেখানে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের প্রধান কার্যালয়ের বিশাল সাইনবোর্ড লাগানো হয়েছে।

জমির মালিকের অভিযোগ, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক আবদুল মজিদ সাইনবোর্ডটি লাগিয়েছেন। তিনি মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এবং রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকও। এ বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এইচ এম সোলায়মান চৌধুরী সুজন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জমি কিংবা বাড়ি দখল করে সংগঠনের কার্যালয় স্থাপন ঘৃণিত কাজ। এটাকে আমরা সমর্থন করি না। এ ছাড়া সংগঠনের প্রধান কার্যালয় ঢাকায়। নতুন করে রংপুরে প্রধান কার্যালয় হবে কেন। এ ধরনের অরাজকতা যারা করেছে তারা চরম অন্যায় করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া   হবে। এর আগে নগরীর তাজহাট মোড়ে সরকারি বাড়ি দখল করে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের রংপুর মহানগর শাখার কার্যালয় স্থাপন করা হয়েছিল। গত বছরের ৭ জুলাই বাংলাদেশ প্রতিদিনে ‘সরকারি বাড়ি দখল করে বঙ্গবন্ধু পরিষদের অফিস’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর সে সাইনবোর্ড ও অফিস সরিয়ে নেওয়া হয়। জানা গেছে, নগরীর ঢাকা হোটেল গলি সড়কে সংলগ্ন সোয়া চার শতক জমির মালিক নগরীর গুপ্তপাড়ার ব্যবসায়ী অশোক কুমার ঘোষ কল্যাণ। তিনি অভিযোগ করেন, কয়েক বছর আগে স্থানীয় এক আইনজীবীর কাছ থেকে সোয়া চার শতাংশ জমি কেনেন তিনি। আর্থিক সমস্যার কারণে জমিটিতে কোনো অবকাঠামো নির্মাণ করা সম্ভব হয়নি। সেখানে কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী অস্থায়ী ভিত্তিতে দোকান করে খাচ্ছেন। জমিটির বর্তমান বাজারমূল্য সোয়া চার কোটি টাকা। তিন মাস আগে সেখানে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের প্রধান কার্যালয়ের সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়। তিনি বলেন, সাইনবোর্ডটি খুলে ফেলার বিষয়ে আবদুল মজিদকে একাধিকবার অনুরোধ করে কোনো ফল পাইনি। তার সঙ্গে লড়াই করার সামর্থ্যও আমার নেই। ঢাকা হোটেল গলির স্থানীয় ব্যবসায়ী রিপন মিয়া জানান, আবদুল মজিদ তার দলবল নিয়ে এসে সাইনবোর্ডটি লাগিয়ে দেন। জমির মালিক দুবার সাইনবোর্ড খুলে ফেলেন। তৃতীয় দফায় সাইনবোর্ড লাগানো হয়। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক আবদুল মজিদ বলেন, দুই মাস রংপুরের বাইরে ছিলাম। কারা সাইনবোর্ড লাগিয়েছে তা জানি না। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি শেখ সাদি বলেন, তিনিও জানেন না কারা সাইনবোর্ড লাগিয়েছে। যারাই লাগিয়ে থাক তারা অন্যায় করেছে এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

জাতীয় চার নেতার নামে সংখ্যালঘুর জমি দখল !

আপডেট সময় : ১১:১০:০১ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

রংপুর নগরীর প্রাণকেন্দ্র ঢাকা হোটেল গলি সড়ক সংলগ্ন এক সংখ্যালঘু ব্যবসায়ীর সোয়া চার কোটি টাকা মূল্যের সোয়া চার শতাংশ জমি জবরদখল করে সেখানে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের প্রধান কার্যালয়ের বিশাল সাইনবোর্ড লাগানো হয়েছে।

জমির মালিকের অভিযোগ, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক আবদুল মজিদ সাইনবোর্ডটি লাগিয়েছেন। তিনি মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এবং রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকও। এ বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এইচ এম সোলায়মান চৌধুরী সুজন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জমি কিংবা বাড়ি দখল করে সংগঠনের কার্যালয় স্থাপন ঘৃণিত কাজ। এটাকে আমরা সমর্থন করি না। এ ছাড়া সংগঠনের প্রধান কার্যালয় ঢাকায়। নতুন করে রংপুরে প্রধান কার্যালয় হবে কেন। এ ধরনের অরাজকতা যারা করেছে তারা চরম অন্যায় করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া   হবে। এর আগে নগরীর তাজহাট মোড়ে সরকারি বাড়ি দখল করে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের রংপুর মহানগর শাখার কার্যালয় স্থাপন করা হয়েছিল। গত বছরের ৭ জুলাই বাংলাদেশ প্রতিদিনে ‘সরকারি বাড়ি দখল করে বঙ্গবন্ধু পরিষদের অফিস’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর সে সাইনবোর্ড ও অফিস সরিয়ে নেওয়া হয়। জানা গেছে, নগরীর ঢাকা হোটেল গলি সড়কে সংলগ্ন সোয়া চার শতক জমির মালিক নগরীর গুপ্তপাড়ার ব্যবসায়ী অশোক কুমার ঘোষ কল্যাণ। তিনি অভিযোগ করেন, কয়েক বছর আগে স্থানীয় এক আইনজীবীর কাছ থেকে সোয়া চার শতাংশ জমি কেনেন তিনি। আর্থিক সমস্যার কারণে জমিটিতে কোনো অবকাঠামো নির্মাণ করা সম্ভব হয়নি। সেখানে কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী অস্থায়ী ভিত্তিতে দোকান করে খাচ্ছেন। জমিটির বর্তমান বাজারমূল্য সোয়া চার কোটি টাকা। তিন মাস আগে সেখানে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের প্রধান কার্যালয়ের সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়। তিনি বলেন, সাইনবোর্ডটি খুলে ফেলার বিষয়ে আবদুল মজিদকে একাধিকবার অনুরোধ করে কোনো ফল পাইনি। তার সঙ্গে লড়াই করার সামর্থ্যও আমার নেই। ঢাকা হোটেল গলির স্থানীয় ব্যবসায়ী রিপন মিয়া জানান, আবদুল মজিদ তার দলবল নিয়ে এসে সাইনবোর্ডটি লাগিয়ে দেন। জমির মালিক দুবার সাইনবোর্ড খুলে ফেলেন। তৃতীয় দফায় সাইনবোর্ড লাগানো হয়। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক আবদুল মজিদ বলেন, দুই মাস রংপুরের বাইরে ছিলাম। কারা সাইনবোর্ড লাগিয়েছে তা জানি না। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি শেখ সাদি বলেন, তিনিও জানেন না কারা সাইনবোর্ড লাগিয়েছে। যারাই লাগিয়ে থাক তারা অন্যায় করেছে এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।