শিরোনাম :
Logo ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার Logo বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ভারতে আটক ৪৪৮ জন Logo ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ Logo জমি বিরোধকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা Logo বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, ৬০ হাজার টাকা জরিমানা Logo দিনমজুরি করেও স্বপ্ন দেখেছে আইনজীবী হওয়ার, পাঁচ বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে আইন বিভাগে ভর্তি হলেও পড়ালেখার ভবিষ্যৎ টাকার অভাবে অনিশ্চিৎ Logo কুবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের দায়িত্বে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা! Logo মাদরাসা শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ধর্ম উপদেষ্টা Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী” শিশু শিল্পী টুনটুনির জন্মদিন উদযাপন Logo রাবিতে ডাইনিং সংকটসহ ৫ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের

কোরবানি না করে আকিকা করা যাবে কি?

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৭:২২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
  • ৭৫৪ বার পড়া হয়েছে

অনলাইন সংরক্ষণ :

কিছু অঞ্চলে এমন একটি ধারণা আছে যে, যার ছোটবেলায় আকিকা করা হয়নি তার কোরবানি হয় না। এ ছাড়া অনেকে কোরবানির চেয়ে আকিকাকে এত গুরুত্ব দেন যে কোরবানি না করে আগে আকিকার জন্য পশু জবেহ করেন। এ ক্ষেত্রে কেউ কেউ প্রশ্ন করেন, কোরবানি না করে আকিকা করা যাবে কি না।

এর সহজ উত্তর হলো, কারো ওপর কোরবানি ওয়াজিব না হলে তাকে কোরবানি করতে হবে না। সে আকিকা দিলেও সমস্যা নেই। যার ওপর কোরবানি ওয়াজিব তাকে কোরবানি করতে হবে। এ ক্ষেত্রে আকিকা ও কোরবানির মাঝে কোনো সম্পর্ক নেই। আকিকা এক আমল, কোরবানি আরেক আমল। আকিকা মোস্তাহাব ও কোরবানি ওয়াজিব। আকিকা সারা বছর করা যায় আর কোরবানি শুধু তিন দিন করা যায়।

কোরবানির দিনসমূহ তথা ১০, ১১ ও ১২ জিলহজ এই তিন দিনে নিত্যপ্রয়োজনীয় খরচ ছাড়া যে ব্যক্তির কাছে সাড়ে বায়ান্ন তোলা রুপা বা এর সমমূল্য বা সাড়ে সাত তোলা স্বর্ণ বা এর সমমূল্য পরিমাণ সম্পদ থাকবে, তার ওপর কোরবানি করা আবশ্যক।

আল্লাহ বলেন,

اِنَّاۤ اَعۡطَیۡنٰکَ الۡکَوۡثَرَ فَصَلِّ لِرَبِّکَ وَ انۡحَرۡ اِنَّ شَانِئَکَ هُوَ الۡاَبۡتَرُ

নিশ্চয় আমি তোমাকে কাওসার দান করেছি। সুতরাং তোমার রবের উদ্দেশে সালাত আদায় করো ও কোরবানি করো। নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারীই নির্বংশ। (সুরা কাওসার: ১-৩)

হজরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,

مَن كان له سَعَة ولمْ يُضَحِّ فلا يَقْرَبَنّ مُصَلّانا

যার কোরবানি করার সামর্থ্য রয়েছে কিন্তু কোরবানি করে না সে যেন আমাদের ইদগাহে না আসে। (সুনানে ইবনে মাজা: ৩১২৩)

নিজের ওপর ওয়াজিব কোরবানি আদায় করার পর মা-বাবাসহ যে কারো নামেই একাধিক কোরবানি করা যায়। চাইলে কোরবানির পশুর সঙ্গে আকিকার নিয়তও করা যায়। তাই বলে আকিকা না করে কোরবানি করা যায় না এমন ধারণা ঠিক নয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

কোরবানি না করে আকিকা করা যাবে কি?

আপডেট সময় : ০৮:০৭:২২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

অনলাইন সংরক্ষণ :

কিছু অঞ্চলে এমন একটি ধারণা আছে যে, যার ছোটবেলায় আকিকা করা হয়নি তার কোরবানি হয় না। এ ছাড়া অনেকে কোরবানির চেয়ে আকিকাকে এত গুরুত্ব দেন যে কোরবানি না করে আগে আকিকার জন্য পশু জবেহ করেন। এ ক্ষেত্রে কেউ কেউ প্রশ্ন করেন, কোরবানি না করে আকিকা করা যাবে কি না।

এর সহজ উত্তর হলো, কারো ওপর কোরবানি ওয়াজিব না হলে তাকে কোরবানি করতে হবে না। সে আকিকা দিলেও সমস্যা নেই। যার ওপর কোরবানি ওয়াজিব তাকে কোরবানি করতে হবে। এ ক্ষেত্রে আকিকা ও কোরবানির মাঝে কোনো সম্পর্ক নেই। আকিকা এক আমল, কোরবানি আরেক আমল। আকিকা মোস্তাহাব ও কোরবানি ওয়াজিব। আকিকা সারা বছর করা যায় আর কোরবানি শুধু তিন দিন করা যায়।

কোরবানির দিনসমূহ তথা ১০, ১১ ও ১২ জিলহজ এই তিন দিনে নিত্যপ্রয়োজনীয় খরচ ছাড়া যে ব্যক্তির কাছে সাড়ে বায়ান্ন তোলা রুপা বা এর সমমূল্য বা সাড়ে সাত তোলা স্বর্ণ বা এর সমমূল্য পরিমাণ সম্পদ থাকবে, তার ওপর কোরবানি করা আবশ্যক।

আল্লাহ বলেন,

اِنَّاۤ اَعۡطَیۡنٰکَ الۡکَوۡثَرَ فَصَلِّ لِرَبِّکَ وَ انۡحَرۡ اِنَّ شَانِئَکَ هُوَ الۡاَبۡتَرُ

নিশ্চয় আমি তোমাকে কাওসার দান করেছি। সুতরাং তোমার রবের উদ্দেশে সালাত আদায় করো ও কোরবানি করো। নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারীই নির্বংশ। (সুরা কাওসার: ১-৩)

হজরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,

مَن كان له سَعَة ولمْ يُضَحِّ فلا يَقْرَبَنّ مُصَلّانا

যার কোরবানি করার সামর্থ্য রয়েছে কিন্তু কোরবানি করে না সে যেন আমাদের ইদগাহে না আসে। (সুনানে ইবনে মাজা: ৩১২৩)

নিজের ওপর ওয়াজিব কোরবানি আদায় করার পর মা-বাবাসহ যে কারো নামেই একাধিক কোরবানি করা যায়। চাইলে কোরবানির পশুর সঙ্গে আকিকার নিয়তও করা যায়। তাই বলে আকিকা না করে কোরবানি করা যায় না এমন ধারণা ঠিক নয়।