নিউজ ডেস্ক:
শুধু পারিবারিক ইতিহাস নয়, আবহাওয়া পরিবর্তন, ফাস্টফুড নির্ভরতা, অনিয়ন্ত্রিত জীবনযাপন, খেলাধুলা ও ব্যায়ামের অভাবসহ নানা কারণে এখন শিশুরাও ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে। অনেক সময় অভিভাবকের সচেতনতার অভাবও এ রোগের কারণ হয়ে দাঁড়ায়। সকালে নাস্তা না করাও শিশুকে অকাল ডায়াবেটিসের দিকে নিয়ে যেতে পারে এ কথাও জানা নেই অনেকের। অনেক বাবা-মা প্রথম দিকে বুঝতেই পারেন না যে তাদের সন্তান টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত। ফলে রোগ নিজের মতো করে বাড়তেই থাকে।
বিশেষজ্ঞদের মতে, শিশুর প্যানক্রিয়াস যখন ঠিক মতো ইনসুলিন তৈরি করতে পারে না, তখনই দেখা দেয় টাইপ-১ ডায়াবেটিস। আর টাইপ-১ ডায়াবেটিসকে ইনসুলিন ডিপেনডেন্ট ডায়াবেটিস নামেও ডাকা হয়। এ রোগে আক্রান্ত শিশুকে বাইরে থেকে ইনসুলিন দেয়ার প্রয়োজন পড়ে। কীভাবে বুঝবেন আপনার শিশু ডায়াবেটিস আক্রান্ত কিনা?
এই রোগে আক্রান্ত রোগীর লক্ষণগুলো নিম্নে আলোচনা করা হল:
* ডায়াবেটিস হলে আপনার সন্তান খিটখিটে মেজাজের হয়ে যাবে। সেই সঙ্গে অবসাদে ভুগতে শুরু করতে পারে।
* পরিমাণ মতো খাবার খাওয়া সত্ত্বেও ওজন কমে যাবে। বাচ্চার ওজন বাড়তে চায় না।
* শিশুর ক্ষুধা বেড়ে যাবে।
* পানির তেষ্টা বেড়ে যাবে। সেই সঙ্গে ঘন ঘন প্রস্রাব করার প্রবণতা দেখা দেবে।
* টাইপ-১ ডায়াবেটিস হলে শিশু অল্পতেই ক্লান্ত হয়ে পড়বে। সব সময়ই কেমন যেন ঝিমিয়ে থাকবে সে।
* ডায়াবেটিস হলে আপনার সন্তান বার বার সংক্রমণে আক্রান্ত হবে।
* চোখে কম দেখতে শুরু করতে পারে। কিছু ক্ষেত্রে দৃষ্টিশক্তি মারাত্মক ঝাপসা হয়ে যায়।
আপনি যখনই জানতে পারবেন সন্তান ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে, তখন থেকেই তার সুগার মাপতে শুরু করুন। সেই সঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করান।