নিউজ ডেস্ক:
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে কিশোরগঞ্জের সৈয়দ মো. হোসাইন ও মো. মোসলেম প্রধানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানি শেষ হয়েছে। এ মামলায় রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দুই রাজাকারের রায় যেকোনো দিন ঘোষণা করা হবে।
আজ মঙ্গলবার ট্রাইব্যুলানের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।
আসামিদের মধ্যে মোসলেম আটক থাকলেও হোসাইন পলাতক রয়েছেন।এর আগে গত বছরের ০৯ মে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।