কামারখন্দে এক নারীকে ধর্ষণের অভিযোগ মামলা দায়ের, আটক এক

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:২০:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৭৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে ২৬ বছরের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের বাজার ভদ্রঘাট এলাকার বাসিন্দা। এঘটনায় ধর্ষিতা ওই নারী বাদী হয়ে সোমবার রাতে কামারখন্দ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলার এজাহার সুত্রে জানা যায়, ওই নারীর এর আগে বিয়ে হয়েছিল। তার দু’টি পুত্র সন্তান রয়েছে। ছোট ছেলে জন্ম নেওয়ার কিছুদিন পর তার স্বামী মারা যাওয়ায় তখন থেকেই তিনি তার বাবার বাড়ীতে অবস্থান করছে। সেই সুযোগে একই এলাকার হবিবর রহমানের ছেলে আব্দুল মালেক ওরফে মানিক ওই নারীকে বিয়ের প্রলোভনে গভীর প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সম্পর্কের এক পর্যায়ে গত শনিবার রাতে মানিক ওই নারীকে ধর্ষণ করে। এখন ওই নারী বিয়ের প্রস্তাব দিলে মানিক তাকে বিয়ে করতে অসম্মতি জানালে ওই নারী গত সোমবার রাতে কামারখন্দ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে সোমবার রাতেই বাজার ভদ্রঘাট এলাকা থেকে পুলিশ ধর্ষক মানিককে আটক করে। মামলার তদন্তকারী কর্মকর্তা কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, এ ঘটনায় কামারখন্দ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ধর্ষক মানিককে আটক করে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কামারখন্দে এক নারীকে ধর্ষণের অভিযোগ মামলা দায়ের, আটক এক

আপডেট সময় : ০৮:২০:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে ২৬ বছরের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের বাজার ভদ্রঘাট এলাকার বাসিন্দা। এঘটনায় ধর্ষিতা ওই নারী বাদী হয়ে সোমবার রাতে কামারখন্দ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলার এজাহার সুত্রে জানা যায়, ওই নারীর এর আগে বিয়ে হয়েছিল। তার দু’টি পুত্র সন্তান রয়েছে। ছোট ছেলে জন্ম নেওয়ার কিছুদিন পর তার স্বামী মারা যাওয়ায় তখন থেকেই তিনি তার বাবার বাড়ীতে অবস্থান করছে। সেই সুযোগে একই এলাকার হবিবর রহমানের ছেলে আব্দুল মালেক ওরফে মানিক ওই নারীকে বিয়ের প্রলোভনে গভীর প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সম্পর্কের এক পর্যায়ে গত শনিবার রাতে মানিক ওই নারীকে ধর্ষণ করে। এখন ওই নারী বিয়ের প্রস্তাব দিলে মানিক তাকে বিয়ে করতে অসম্মতি জানালে ওই নারী গত সোমবার রাতে কামারখন্দ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে সোমবার রাতেই বাজার ভদ্রঘাট এলাকা থেকে পুলিশ ধর্ষক মানিককে আটক করে। মামলার তদন্তকারী কর্মকর্তা কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, এ ঘটনায় কামারখন্দ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ধর্ষক মানিককে আটক করে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।