কাবা শরিফের ভেতরের দুর্লভ ছবি!

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৩৮:৫৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২
  • ৮৪৪ বার পড়া হয়েছে

সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত পবিত্র কাবা শরিফ নিজ হাতে পরিষ্কার করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দেশটির শাসক বাদশাহ সালমানের পক্ষে পরিচ্ছন্নতার এই কাজ করেন তিনি।

এ সময় বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, বাদশাহ সালমানের পক্ষে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মসজিদুল হারামের পবিত্র কাবা পরিষ্কার করেন। তবে আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়ার আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমান কাবা শরিফ তাওয়াফ করেন এবং সেখানে নামাজ আদায় ও দোয়া করেন।

কাবা শরিফের ভেতরের এই জায়গায় নামাজ পড়েছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আরব নিউজ বলছে, কাবা শরীফে পরিচ্ছন্নতা কাজের সময় সৌদি যুবরাজের সঙ্গে দেশটির ক্রীড়ামন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল ছিলেন। এ সময় হারামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শেখ আবদুল রহমান আল-সুদাইস তাদের স্বাগত জানান। এছাড়া সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কাবা শরীফ পরিষ্কার ও ধোয়ায় অংশ নেন বলে জানিয়েছে আরব নিউজ।

কাবা শরিফ পরিস্কারের কাজে গোলাব জল উন্নতমানের উদের সুগন্ধি ও জমজমের পানি ব্যবহার করা হয়েছে। কাবার ভেতরের দেওয়ালগুলোও কাপড় দিয়ে পরিস্কার করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্রসচিবসহ ৬ জনকে অব্যাহতি

কাবা শরিফের ভেতরের দুর্লভ ছবি!

আপডেট সময় : ০৩:৩৮:৫৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২

সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত পবিত্র কাবা শরিফ নিজ হাতে পরিষ্কার করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দেশটির শাসক বাদশাহ সালমানের পক্ষে পরিচ্ছন্নতার এই কাজ করেন তিনি।

এ সময় বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, বাদশাহ সালমানের পক্ষে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মসজিদুল হারামের পবিত্র কাবা পরিষ্কার করেন। তবে আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়ার আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমান কাবা শরিফ তাওয়াফ করেন এবং সেখানে নামাজ আদায় ও দোয়া করেন।

কাবা শরিফের ভেতরের এই জায়গায় নামাজ পড়েছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আরব নিউজ বলছে, কাবা শরীফে পরিচ্ছন্নতা কাজের সময় সৌদি যুবরাজের সঙ্গে দেশটির ক্রীড়ামন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল ছিলেন। এ সময় হারামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শেখ আবদুল রহমান আল-সুদাইস তাদের স্বাগত জানান। এছাড়া সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কাবা শরীফ পরিষ্কার ও ধোয়ায় অংশ নেন বলে জানিয়েছে আরব নিউজ।

কাবা শরিফ পরিস্কারের কাজে গোলাব জল উন্নতমানের উদের সুগন্ধি ও জমজমের পানি ব্যবহার করা হয়েছে। কাবার ভেতরের দেওয়ালগুলোও কাপড় দিয়ে পরিস্কার করা হয়েছে।