ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত বিষয়ে যা জানালো জার্মানি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৫৬:১৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৭২৬ বার পড়া হয়েছে

ইসরায়েলে নতুন যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করেছে জার্মানি। জার্মান অর্থ মন্ত্রণালয়ের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স। তবে এর বিরোধিতা করেছে জার্মান সরকার।

জার্মান সরকারের বিবৃতি দিয়ে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) একটি প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করেছে বার্তা সংস্থা ডিপিএ।

ইসরায়েলে অস্ত্র রপ্তানি বিষয়ে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ডিপিএকে বলেছেন, “ইসরায়েলে অস্ত্র রপ্তানির উপর কোন স্থগিতাদেশ নেই, এবং কোন স্থগিতাদেশও থাকবে না। ”

তবে রয়টার্সের প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এ বছর ইসরায়েলের কাছে জার্মান অস্ত্র বিক্রির পরিমাণ তীব্রভাবে কমেছে।

গত বছর, জার্মানি ইসরায়েলে ৩২৬.৫ মিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছিল, যার মধ্যে সামরিক সরঞ্জাম এবং যুদ্ধের অস্ত্র রয়েছে। রপ্তানি লাইসেন্স অনুমোদনকারী অর্থনীতি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে এটি ২০২২ সালের তূলনায় ১০ গুন বেশি। অন্যান্য বছরের তূলনায় এই বছর অনুমোদন কমে গেছে। জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত মাত্র ১৪.৫ মিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। সূত্র: আল জাজিরা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত বিষয়ে যা জানালো জার্মানি

আপডেট সময় : ০১:৫৬:১৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

ইসরায়েলে নতুন যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করেছে জার্মানি। জার্মান অর্থ মন্ত্রণালয়ের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স। তবে এর বিরোধিতা করেছে জার্মান সরকার।

জার্মান সরকারের বিবৃতি দিয়ে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) একটি প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করেছে বার্তা সংস্থা ডিপিএ।

ইসরায়েলে অস্ত্র রপ্তানি বিষয়ে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ডিপিএকে বলেছেন, “ইসরায়েলে অস্ত্র রপ্তানির উপর কোন স্থগিতাদেশ নেই, এবং কোন স্থগিতাদেশও থাকবে না। ”

তবে রয়টার্সের প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এ বছর ইসরায়েলের কাছে জার্মান অস্ত্র বিক্রির পরিমাণ তীব্রভাবে কমেছে।

গত বছর, জার্মানি ইসরায়েলে ৩২৬.৫ মিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছিল, যার মধ্যে সামরিক সরঞ্জাম এবং যুদ্ধের অস্ত্র রয়েছে। রপ্তানি লাইসেন্স অনুমোদনকারী অর্থনীতি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে এটি ২০২২ সালের তূলনায় ১০ গুন বেশি। অন্যান্য বছরের তূলনায় এই বছর অনুমোদন কমে গেছে। জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত মাত্র ১৪.৫ মিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। সূত্র: আল জাজিরা