শিরোনাম :
Logo ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার Logo বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ভারতে আটক ৪৪৮ জন Logo ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ Logo জমি বিরোধকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা Logo বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, ৬০ হাজার টাকা জরিমানা Logo দিনমজুরি করেও স্বপ্ন দেখেছে আইনজীবী হওয়ার, পাঁচ বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে আইন বিভাগে ভর্তি হলেও পড়ালেখার ভবিষ্যৎ টাকার অভাবে অনিশ্চিৎ Logo কুবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের দায়িত্বে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা! Logo মাদরাসা শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ধর্ম উপদেষ্টা Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী” শিশু শিল্পী টুনটুনির জন্মদিন উদযাপন Logo রাবিতে ডাইনিং সংকটসহ ৫ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:২৫:৪৪ অপরাহ্ণ, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ৭৪৬ বার পড়া হয়েছে

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে পুরোনো গ্যাসকূপ (সিলেট-৭) সংস্কারের সময় নতুনভাবে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। আজ সোমবার (৪ নভেম্বর) এই কূপ থেকে সাড়ে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড (এসজিএফএল)।

এসজিএফএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান জানান, দুপুরের পর আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন হবে। অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং পেট্রোবাংলার চেয়ারম্যানের উপস্থিত থাকার কথা রয়েছে। তিনি আরও জানান, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড ইতিমধ্যে জাতীয় গ্রিডে ১৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে আসছে এবং আজ থেকে সেই পরিমাণ আরও বাড়বে।

গত ২২ অক্টোবর কূপ সংস্কারের সময় নতুন গ্যাসের সন্ধান মেলে, যা পরে দুই দফায় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ১২০০ মিটার গভীরতায় পাওয়া এই গ্যাস কূপটি ১৯৮৬ সালে তেল উত্তোলনের মাধ্যমে চালু হয়, যা ১৯৯৪ সাল পর্যন্ত চলে। পরবর্তীতে ওই কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু করা হয়।

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের প্রকল্প পরিচালক আবদুল জলিল প্রামাণিক জানান, সংস্কারের ফলে কূপটির দুটি স্তরে গ্যাসের মজুদ পাওয়া যায়, যার মধ্যে একটি স্তর থেকে আজ জাতীয় গ্রিডে সাড়ে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে।

প্রসঙ্গত, ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায়। এরপর থেকে আবিষ্কার হতে থাকে একের পর এক গ্যাসক্ষেত্র। দেশে বর্তমানে গ্যাসক্ষেত্রের সংখ্যা হচ্ছে ২৯টি। তার মধ্যে এসজিএফএল নিয়ন্ত্রণে আছে ৫টি গ্যাসক্ষেত্র। এই গ্যাসক্ষেত্রগুলো হচ্ছে হরিপুর গ্যাস ফিল্ড, রশিদপুর গ্যাস ফিল্ড, ছাতক গ্যাস ফিল্ড, কৈলাশটিলা গ্যাস ফিল্ড ও বিয়ানীবাজার গ্যাস ফিল্ড।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

আপডেট সময় : ০২:২৫:৪৪ অপরাহ্ণ, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে পুরোনো গ্যাসকূপ (সিলেট-৭) সংস্কারের সময় নতুনভাবে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। আজ সোমবার (৪ নভেম্বর) এই কূপ থেকে সাড়ে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড (এসজিএফএল)।

এসজিএফএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান জানান, দুপুরের পর আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন হবে। অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং পেট্রোবাংলার চেয়ারম্যানের উপস্থিত থাকার কথা রয়েছে। তিনি আরও জানান, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড ইতিমধ্যে জাতীয় গ্রিডে ১৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে আসছে এবং আজ থেকে সেই পরিমাণ আরও বাড়বে।

গত ২২ অক্টোবর কূপ সংস্কারের সময় নতুন গ্যাসের সন্ধান মেলে, যা পরে দুই দফায় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ১২০০ মিটার গভীরতায় পাওয়া এই গ্যাস কূপটি ১৯৮৬ সালে তেল উত্তোলনের মাধ্যমে চালু হয়, যা ১৯৯৪ সাল পর্যন্ত চলে। পরবর্তীতে ওই কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু করা হয়।

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের প্রকল্প পরিচালক আবদুল জলিল প্রামাণিক জানান, সংস্কারের ফলে কূপটির দুটি স্তরে গ্যাসের মজুদ পাওয়া যায়, যার মধ্যে একটি স্তর থেকে আজ জাতীয় গ্রিডে সাড়ে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে।

প্রসঙ্গত, ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায়। এরপর থেকে আবিষ্কার হতে থাকে একের পর এক গ্যাসক্ষেত্র। দেশে বর্তমানে গ্যাসক্ষেত্রের সংখ্যা হচ্ছে ২৯টি। তার মধ্যে এসজিএফএল নিয়ন্ত্রণে আছে ৫টি গ্যাসক্ষেত্র। এই গ্যাসক্ষেত্রগুলো হচ্ছে হরিপুর গ্যাস ফিল্ড, রশিদপুর গ্যাস ফিল্ড, ছাতক গ্যাস ফিল্ড, কৈলাশটিলা গ্যাস ফিল্ড ও বিয়ানীবাজার গ্যাস ফিল্ড।