শিরোনাম :
Logo ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার Logo বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ভারতে আটক ৪৪৮ জন Logo ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ Logo জমি বিরোধকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা Logo বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, ৬০ হাজার টাকা জরিমানা Logo দিনমজুরি করেও স্বপ্ন দেখেছে আইনজীবী হওয়ার, পাঁচ বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে আইন বিভাগে ভর্তি হলেও পড়ালেখার ভবিষ্যৎ টাকার অভাবে অনিশ্চিৎ Logo কুবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের দায়িত্বে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা! Logo মাদরাসা শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ধর্ম উপদেষ্টা Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী” শিশু শিল্পী টুনটুনির জন্মদিন উদযাপন Logo রাবিতে ডাইনিং সংকটসহ ৫ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের

ছাত্রলীগ নিষিদ্ধ করায় ছাত্ররাজনীতি কলঙ্কমুক্ত হয়েছে: ছাত্রদল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৬:৫৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ৭৩৩ বার পড়া হয়েছে

ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার পর ছাত্রদল জানিয়েছে, এ পদক্ষেপ ছাত্ররাজনীতি কলঙ্কমুক্ত করেছে। তবে তারা সতর্ক করেছেন, নিষেধাজ্ঞাই চূড়ান্ত সমাধান নয়; সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

বুধবার (২৩ অক্টোবর) ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এক বার্তায় এসব মন্তব্য করেন। তিনি বলেন, ‘ছাত্রলীগ একটি খুনি সংগঠন। তারা খুন, ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাস, ভোট ডাকাতি এবং গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত। সব জঙ্গি সংগঠনের চেয়ে ছাত্রলীগের হাতে বেশি মানুষ নিহত হয়েছে।’

নাছির আরও বলেন, ২০০৯ সাল থেকে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল প্রতিরোধ গড়ে তুলেছিল। এই প্রতিরোধের ফলে ছাত্রলীগ এবং সরকারি বাহিনীর হাতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী গুম এবং শহীদ হয়েছেন। ছাত্রলীগ ছাত্ররাজনীতির ইতিহাসকে কলঙ্কিত করেছে।

তিনি আরও বলেন, যখন বিভিন্ন মহল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছিল, তখন ছাত্রদল শুধু ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল। আজ ছাত্রলীগের নিষেধাজ্ঞার ফলে ছাত্ররাজনীতি কলঙ্কমুক্ত হয়েছে এবং গণতন্ত্রকামী সকল ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে সুস্থ ধারার রাজনীতির চর্চার পথ উন্মুক্ত হয়েছে।

উল্লেখ্য, বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক গেজেটে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। এ ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

ছাত্রলীগ নিষিদ্ধ করায় ছাত্ররাজনীতি কলঙ্কমুক্ত হয়েছে: ছাত্রদল

আপডেট সময় : ০৭:৩৬:৫৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার পর ছাত্রদল জানিয়েছে, এ পদক্ষেপ ছাত্ররাজনীতি কলঙ্কমুক্ত করেছে। তবে তারা সতর্ক করেছেন, নিষেধাজ্ঞাই চূড়ান্ত সমাধান নয়; সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

বুধবার (২৩ অক্টোবর) ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এক বার্তায় এসব মন্তব্য করেন। তিনি বলেন, ‘ছাত্রলীগ একটি খুনি সংগঠন। তারা খুন, ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাস, ভোট ডাকাতি এবং গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত। সব জঙ্গি সংগঠনের চেয়ে ছাত্রলীগের হাতে বেশি মানুষ নিহত হয়েছে।’

নাছির আরও বলেন, ২০০৯ সাল থেকে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল প্রতিরোধ গড়ে তুলেছিল। এই প্রতিরোধের ফলে ছাত্রলীগ এবং সরকারি বাহিনীর হাতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী গুম এবং শহীদ হয়েছেন। ছাত্রলীগ ছাত্ররাজনীতির ইতিহাসকে কলঙ্কিত করেছে।

তিনি আরও বলেন, যখন বিভিন্ন মহল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছিল, তখন ছাত্রদল শুধু ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল। আজ ছাত্রলীগের নিষেধাজ্ঞার ফলে ছাত্ররাজনীতি কলঙ্কমুক্ত হয়েছে এবং গণতন্ত্রকামী সকল ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে সুস্থ ধারার রাজনীতির চর্চার পথ উন্মুক্ত হয়েছে।

উল্লেখ্য, বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক গেজেটে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। এ ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেছে।