শিরোনাম :
Logo ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার Logo বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ভারতে আটক ৪৪৮ জন Logo ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ Logo জমি বিরোধকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা Logo বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, ৬০ হাজার টাকা জরিমানা Logo দিনমজুরি করেও স্বপ্ন দেখেছে আইনজীবী হওয়ার, পাঁচ বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে আইন বিভাগে ভর্তি হলেও পড়ালেখার ভবিষ্যৎ টাকার অভাবে অনিশ্চিৎ Logo কুবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের দায়িত্বে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা! Logo মাদরাসা শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ধর্ম উপদেষ্টা Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী” শিশু শিল্পী টুনটুনির জন্মদিন উদযাপন Logo রাবিতে ডাইনিং সংকটসহ ৫ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের

জীবননগরে বিভিন্ন ইটভাটার পতিত জমিতে হচ্ছে ফসল উৎপাদন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:০১:৫৪ অপরাহ্ণ, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৩৫ বার পড়া হয়েছে

জীবননগর উপজেলার ১৪টি ইটভাটার পতিত জমির মাঠগুলো এখন সবুজ ফসলে ভরে উঠেছে। ইটভাটার জমিতে ফসল চাষ হয় না, এ ধারণা ভুল প্রমাণ করে জীবননগরের ইটভাটার মালিকরা ভাটার পতিত জমিতে ফসল ফলাচ্ছেন। ইটভাটা ব্যবসায়ীরা জানান, বছরের যে সময়টায় ইট পোড়ানো বন্ধ থাকে, সে সময় পতিত জমিতে ধান চাষ করছেন তারা। ভালো ফসল হওয়ায় শ্রমিকদের কাজের ব্যবস্থাও হচ্ছে সেখানে।

ইটভাটা ব্যবসায়ীরা বলেন, বছরের অর্ধেক সময় ইটভাটাগুলোতে ইট পোড়ানো হয়। বাকি সময় ভাটা বন্ধ থাকে। এসময় ভাটার শ্রমিকেরাও কর্মহীন হয়ে পরে। কিন্তু সম্প্রতি উপজেলার ১৪টি ভাটার ১২০ বিঘা জমিতে ধান, মিষ্টি কুমড়া, কলাসহ বিভিন্ন ফসল চাষ করা হচ্ছে। যেখানে কাজের সুযোগ পাচ্ছেন ভাটার শ্রমিকরা। এতে শ্রমিকদের বিকল্প কাজের ব্যবস্থার পাশাপাশি দেশের খাদ্য ঘাটতি পূরণেও সহায়ক হচ্ছে।

ইটভাটা শ্রমিক আতিয়ার রহমান, আবুল হোসেন ও মফিজুল ইসলাম বলেন, ‘আমরা প্রতি বছরের ৬ মাস ভাটায় কাজ করি। বর্ষা মৌসুমে ভাটা বন্ধ থাকে, এসময় আমাদের কর্মহীন থাকতে হয়। তবে ইটভাটা মালিকরা এখন ভাটার পতিত জমিতে ধানসহ বিভিন্ন ধরনের চাষাবাদ করার উদ্যোগ নিয়েছে। এতে আমরা কাজের সুযোগ পাচ্ছি।’
পিয়াস ইটভাটার মালিক পিয়াস মিয়া বলেন, ‘এ বছর ইটভাটার ১২ বিঘা জমিতে ধান চাষ করেছি। ভাটার শ্রমিকরা তা পরিচর্যা করছে। গত বছর ধান চাষ করেছিলাম, এবারও করেছি। এ বছর প্রতি মণ ধান বাজারে ১২০০-১২৫০ টাকায় বিক্রি হচ্ছে। ধান চাষ লাভজনক হওয়ায় শ্রমিকদের কর্মসংস্থানের পাশাপাশি খাদ্য চাহিদা পূরণেও অবদান রাখতে পারছি।’

এ বিষয়ে জীবননগর উপজেলা কৃষি অফিসার মো. কামাল হোসেন বলেন, ইটভাটার জমিগুলো এক সময় পড়ে থাকতো। এখন চাষের আওতায় আসছে। ভাটা বন্ধের সময় ধান, সবজি, ফলসহ বিভিন্ন ফসল আবাদ হচ্ছে। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ইটভাটা মালিকদের পতিত জমিতে চাষে আগ্রহী করে তুলতে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। সঠিক পরামর্শসহ তাদের সব ধরনের সহযোগিতাও করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

জীবননগরে বিভিন্ন ইটভাটার পতিত জমিতে হচ্ছে ফসল উৎপাদন

আপডেট সময় : ০৭:০১:৫৪ অপরাহ্ণ, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

জীবননগর উপজেলার ১৪টি ইটভাটার পতিত জমির মাঠগুলো এখন সবুজ ফসলে ভরে উঠেছে। ইটভাটার জমিতে ফসল চাষ হয় না, এ ধারণা ভুল প্রমাণ করে জীবননগরের ইটভাটার মালিকরা ভাটার পতিত জমিতে ফসল ফলাচ্ছেন। ইটভাটা ব্যবসায়ীরা জানান, বছরের যে সময়টায় ইট পোড়ানো বন্ধ থাকে, সে সময় পতিত জমিতে ধান চাষ করছেন তারা। ভালো ফসল হওয়ায় শ্রমিকদের কাজের ব্যবস্থাও হচ্ছে সেখানে।

ইটভাটা ব্যবসায়ীরা বলেন, বছরের অর্ধেক সময় ইটভাটাগুলোতে ইট পোড়ানো হয়। বাকি সময় ভাটা বন্ধ থাকে। এসময় ভাটার শ্রমিকেরাও কর্মহীন হয়ে পরে। কিন্তু সম্প্রতি উপজেলার ১৪টি ভাটার ১২০ বিঘা জমিতে ধান, মিষ্টি কুমড়া, কলাসহ বিভিন্ন ফসল চাষ করা হচ্ছে। যেখানে কাজের সুযোগ পাচ্ছেন ভাটার শ্রমিকরা। এতে শ্রমিকদের বিকল্প কাজের ব্যবস্থার পাশাপাশি দেশের খাদ্য ঘাটতি পূরণেও সহায়ক হচ্ছে।

ইটভাটা শ্রমিক আতিয়ার রহমান, আবুল হোসেন ও মফিজুল ইসলাম বলেন, ‘আমরা প্রতি বছরের ৬ মাস ভাটায় কাজ করি। বর্ষা মৌসুমে ভাটা বন্ধ থাকে, এসময় আমাদের কর্মহীন থাকতে হয়। তবে ইটভাটা মালিকরা এখন ভাটার পতিত জমিতে ধানসহ বিভিন্ন ধরনের চাষাবাদ করার উদ্যোগ নিয়েছে। এতে আমরা কাজের সুযোগ পাচ্ছি।’
পিয়াস ইটভাটার মালিক পিয়াস মিয়া বলেন, ‘এ বছর ইটভাটার ১২ বিঘা জমিতে ধান চাষ করেছি। ভাটার শ্রমিকরা তা পরিচর্যা করছে। গত বছর ধান চাষ করেছিলাম, এবারও করেছি। এ বছর প্রতি মণ ধান বাজারে ১২০০-১২৫০ টাকায় বিক্রি হচ্ছে। ধান চাষ লাভজনক হওয়ায় শ্রমিকদের কর্মসংস্থানের পাশাপাশি খাদ্য চাহিদা পূরণেও অবদান রাখতে পারছি।’

এ বিষয়ে জীবননগর উপজেলা কৃষি অফিসার মো. কামাল হোসেন বলেন, ইটভাটার জমিগুলো এক সময় পড়ে থাকতো। এখন চাষের আওতায় আসছে। ভাটা বন্ধের সময় ধান, সবজি, ফলসহ বিভিন্ন ফসল আবাদ হচ্ছে। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ইটভাটা মালিকদের পতিত জমিতে চাষে আগ্রহী করে তুলতে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। সঠিক পরামর্শসহ তাদের সব ধরনের সহযোগিতাও করা হচ্ছে।