শিরোনাম :
Logo কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা Logo আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদের আয়োজন Logo নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান Logo কলকাতাকে উড়িয়ে মুম্বাইয়ের প্রথম জয় Logo অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে চমক, তালিকায় ২ টেস্ট খেলা ব্যাটার Logo আবারও রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের Logo জাপানে মেগা ভূমিকম্পের আশঙ্কা, মারা যেতে পারে ৩ লাখ মানুষ Logo ঈদের দ্বিতীয় দিনেও ট্রেন-বাস স্টেশনে ঘরমুখো মানুষের চাপ Logo দুই অঞ্চলে ঝড়ের আভাস, সতর্ক সংকেত

চুয়াডাঙ্গায় দুই’দিনের ব্যবধানে আবারও রাসেল’স ভাইপার উদ্ধার।

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৩০:২২ অপরাহ্ণ, শুক্রবার, ২৮ জুন ২০২৪
  • ৭৫৪ বার পড়া হয়েছে

 নীলকন্ঠ প্রতিবেদকঃ

চুয়াডাঙ্গায় জীবননগর উপজেলার রাজাপুর গ্রামে রাসেল’স ভাইপার (চন্দবোড়া) সাপের দেখা মিলছে আজ জুন(২৮) সকাল ১১ সময় কালী- মাঠ( দক্ষিণ) নামক স্থানে একদল কৃষক মাঠে চাষের জমি মুগের খেতে কাজ শেষে ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় ট্রাক্টরের ছরি(ফ্লাতে) বেঁধে আছে রাসেল’স ভাইপার দেখতে পায় এবং সাপটি দেখা মাত্র কৃষকরা পিটিয়ে মেরে ফেলে।

রাজাপুর গ্রামের কৃষক মো. শহিদুল মন্ডল (৬০) পিতা মৃত্যু তুরাবার মন্ডল বলেন তার নিজ জমিতে মুগ ক্ষেত কাজ শেষ করে ট্রাক্টর দিয়ে চাষ করার সময় রাসেল ভাইপার ট্রাক্টরের ফ্লাতে বাঁধে পরবর্তীতে আমরা দেখতে পায় এটা রাসেল’স ভাইপার তখন আমার সাপটি পিটিয়ে মেরে ফেলি।

রাসেল’স ভাইপার সাপটি দেখতে রাজাপুর গ্রামে উৎসব জনতার ভিড় হয়, এর মধ্যে অনেক মানুষের মুখে শোনা যায় এমন রঙ্গের সাপ আমাদের মাঠে অনেক আছে যা আমরা মাঠে কাজ করার সময় দেখতে পায় ।

স্থানীয়ো জানান রাসেল ভাইপার সাপটি নিয়ে আমরা আতঙ্কে আছি কারণ মাঠে এখন অনেক বেশি এই সাপ দেখা যাচ্ছে, আমরা মাঠে-ঘাটে ঠিক মতো কাজও করতে পাচ্ছি না।

রাজাপুর ০৯ নাম্বার ওর্য়াডের মেম্বার মো. বাচ্চু মিয়া বলেন মাঠে কাজ করার সময় কৃষকরা সাপটি দেখতে পায় যে ট্রাক্টারের ফ্লাতে জড়িয়ে ছে পরবর্তীতে সাপটি পিটিয়ে মেরে গ্রামের মাঝে নিয়ে এসে, বর্তমান রাসেল ভাইপার সাপটি দেখে আতঙ্ক না হয়ে জনসচেতনতা বাড়ানো হচ্ছে।

ট্যাগস :

কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা

চুয়াডাঙ্গায় দুই’দিনের ব্যবধানে আবারও রাসেল’স ভাইপার উদ্ধার।

আপডেট সময় : ০২:৩০:২২ অপরাহ্ণ, শুক্রবার, ২৮ জুন ২০২৪

 নীলকন্ঠ প্রতিবেদকঃ

চুয়াডাঙ্গায় জীবননগর উপজেলার রাজাপুর গ্রামে রাসেল’স ভাইপার (চন্দবোড়া) সাপের দেখা মিলছে আজ জুন(২৮) সকাল ১১ সময় কালী- মাঠ( দক্ষিণ) নামক স্থানে একদল কৃষক মাঠে চাষের জমি মুগের খেতে কাজ শেষে ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় ট্রাক্টরের ছরি(ফ্লাতে) বেঁধে আছে রাসেল’স ভাইপার দেখতে পায় এবং সাপটি দেখা মাত্র কৃষকরা পিটিয়ে মেরে ফেলে।

রাজাপুর গ্রামের কৃষক মো. শহিদুল মন্ডল (৬০) পিতা মৃত্যু তুরাবার মন্ডল বলেন তার নিজ জমিতে মুগ ক্ষেত কাজ শেষ করে ট্রাক্টর দিয়ে চাষ করার সময় রাসেল ভাইপার ট্রাক্টরের ফ্লাতে বাঁধে পরবর্তীতে আমরা দেখতে পায় এটা রাসেল’স ভাইপার তখন আমার সাপটি পিটিয়ে মেরে ফেলি।

রাসেল’স ভাইপার সাপটি দেখতে রাজাপুর গ্রামে উৎসব জনতার ভিড় হয়, এর মধ্যে অনেক মানুষের মুখে শোনা যায় এমন রঙ্গের সাপ আমাদের মাঠে অনেক আছে যা আমরা মাঠে কাজ করার সময় দেখতে পায় ।

স্থানীয়ো জানান রাসেল ভাইপার সাপটি নিয়ে আমরা আতঙ্কে আছি কারণ মাঠে এখন অনেক বেশি এই সাপ দেখা যাচ্ছে, আমরা মাঠে-ঘাটে ঠিক মতো কাজও করতে পাচ্ছি না।

রাজাপুর ০৯ নাম্বার ওর্য়াডের মেম্বার মো. বাচ্চু মিয়া বলেন মাঠে কাজ করার সময় কৃষকরা সাপটি দেখতে পায় যে ট্রাক্টারের ফ্লাতে জড়িয়ে ছে পরবর্তীতে সাপটি পিটিয়ে মেরে গ্রামের মাঝে নিয়ে এসে, বর্তমান রাসেল ভাইপার সাপটি দেখে আতঙ্ক না হয়ে জনসচেতনতা বাড়ানো হচ্ছে।