যুক্তরাষ্ট্রের পুরস্কার প্রত্যাখ্যান করলেন উমামা ফাতেমা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১০:০৯:০১ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • ৭১২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ’ পুরস্কার ২০২৫ সালের জন্য জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল নারীদের প্রদান করার ঘোষণা দিয়েছে। তবে এই সম্মাননা প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা।

শনিবার (২৯ মার্চ) রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে পুরস্কার প্রত্যাখ্যানের সিদ্ধান্ত জানান উমামা। তিনি উল্লেখ করেন, এ পুরস্কার নারী আন্দোলনকারীদের সম্মানজনক স্বীকৃতি হলেও এটি ইসরায়েলের হামলাকে পরোক্ষভাবে সমর্থন করছে, যা পুরস্কারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করে।

তিনি বলেন, “ফিলিস্তিনের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করে পুরস্কারটি ইসরায়েলের হামলাকে ন্যায়সঙ্গতভাবে উপস্থাপন করেছে। যেখানে ফিলিস্তিনি জনগণ তাদের মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামের প্রতি সম্মান রেখে আমি ব্যক্তিগতভাবে এই পুরস্কার প্রত্যাখ্যান করলাম।”

আগামী ১ এপ্রিল, ২০২৫, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করবেন বলে স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে জানানো হয়েছে।

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের পুরস্কার প্রত্যাখ্যান করলেন উমামা ফাতেমা

আপডেট সময় : ১০:০৯:০১ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ মার্চ ২০২৫

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ’ পুরস্কার ২০২৫ সালের জন্য জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল নারীদের প্রদান করার ঘোষণা দিয়েছে। তবে এই সম্মাননা প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা।

শনিবার (২৯ মার্চ) রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে পুরস্কার প্রত্যাখ্যানের সিদ্ধান্ত জানান উমামা। তিনি উল্লেখ করেন, এ পুরস্কার নারী আন্দোলনকারীদের সম্মানজনক স্বীকৃতি হলেও এটি ইসরায়েলের হামলাকে পরোক্ষভাবে সমর্থন করছে, যা পুরস্কারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করে।

তিনি বলেন, “ফিলিস্তিনের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করে পুরস্কারটি ইসরায়েলের হামলাকে ন্যায়সঙ্গতভাবে উপস্থাপন করেছে। যেখানে ফিলিস্তিনি জনগণ তাদের মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামের প্রতি সম্মান রেখে আমি ব্যক্তিগতভাবে এই পুরস্কার প্রত্যাখ্যান করলাম।”

আগামী ১ এপ্রিল, ২০২৫, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করবেন বলে স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে জানানো হয়েছে।