মিতু হত্যার তদন্ত শেষ দিকে !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৩১:৪৭ অপরাহ্ণ, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘প্রাক্তন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার তদন্ত প্রায় শেষ দিকে। তদন্ত শেষে শিগগিরই আদালতে চার্জশিট দেওয়া হবে।’

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যাদের শনাক্ত করা হয়েছে তাদের নাম ইতোমধ্যেই প্রকাশ হয়েছে। শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তদন্তের অংশ হিসেবে আরো কিছু বিষয় খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তা। তদন্ত এমনভাবে শেষ করা হবে সেক্ষেত্রে কারো অভিযোগেরও সুযোগ থাকবে না। আমাদের উদ্দেশ্য হলো, যে-ই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক তাকে বিচারের আওতায় আনা।
সাংবাদিকদের অপর এক প্রশ্নে তিনি বলেন, ‘বনানী থেকে একই দিনে চারজন নিখোঁজ হওয়ার ঘটনার সর্বশেষ অবস্থা এই মুহূর্তে জানা নেই। পরে জানোনো হবে। থানায় তদন্ত চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মিতু হত্যার তদন্ত শেষ দিকে !

আপডেট সময় : ০৬:৩১:৪৭ অপরাহ্ণ, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘প্রাক্তন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার তদন্ত প্রায় শেষ দিকে। তদন্ত শেষে শিগগিরই আদালতে চার্জশিট দেওয়া হবে।’

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যাদের শনাক্ত করা হয়েছে তাদের নাম ইতোমধ্যেই প্রকাশ হয়েছে। শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তদন্তের অংশ হিসেবে আরো কিছু বিষয় খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তা। তদন্ত এমনভাবে শেষ করা হবে সেক্ষেত্রে কারো অভিযোগেরও সুযোগ থাকবে না। আমাদের উদ্দেশ্য হলো, যে-ই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক তাকে বিচারের আওতায় আনা।
সাংবাদিকদের অপর এক প্রশ্নে তিনি বলেন, ‘বনানী থেকে একই দিনে চারজন নিখোঁজ হওয়ার ঘটনার সর্বশেষ অবস্থা এই মুহূর্তে জানা নেই। পরে জানোনো হবে। থানায় তদন্ত চলছে।