শিরোনাম :
Logo ইবিতে বিভাগের নাম পরিবর্তসহ দুই দফা দাবিতে প্রশাসন ভবন অবরোধ Logo ঢাকায় বড় সমাবেশের ঘোষণা বিএনপির Logo পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ: ড. ইউনূস Logo কাতারের আমিরের মায়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক Logo হাসিনাকে দেয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় Logo শেখ হাসিনা-টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু: দুদক কমিশনার Logo শেরপুরে বড় ভাইয়ের মৃত্যুর শোকে ছোট ভাইয়ের মৃত্যু  Logo রাবিতে একই খাতের নামে একাধিকবার অর্থ আদায়; উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান Logo হাবিপ্রবির ডিভিএম শিক্ষার্থীদের থাইল্যান্ডে ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ Logo ২০ হাজার টাকায় সন্তানকে বিক্রি করলেন মা

‘দ্য বিগ বুল’ এ হর্ষদ মেহতার ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন অভিষেক বচ্চন!

  • আপডেট সময় : ১২:১৪:৩৮ পূর্বাহ্ণ, রবিবার, ২১ মার্চ ২০২১
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নব্বইয়ের দশকে ভারতের মুম্বাই শহরের দালাল স্ট্রিটে সকলে তাকে চিনতেন ‘বিগ বুল’ নামেই। দু’কামরার ফ্ল্যাট থেকে রকেটের গতিতে কোটিপতি হওয়ার পথ অতিক্রম করেছিলেন হর্ষদ মেহতা। তার বুদ্ধি, ব্যবসার স্ট্র্যাটেজি, শেয়ার বাজার নিয়ে হিসেব-নিকেশের ক্ষমতা ছিল অন্যের কাছে ঈর্ষণীয়। কিন্তু তার এই দ্রুত উত্থানের জন্য বহু সমস্যার সম্মুখীনও হতে হয়েছে। আর্থিক তছরুপ-সহ নানা অভিযোগে নাম জড়ানোয় যেতে হয়েছে কারাগারেও। ভারতের শেয়ার বাজারে সেই অধ্যায় চর্চিত হয় আজও। আর তাকেই পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক কুকি গুলাটি। ছবির নাম- দ্য বিগ বুল। আর সেই হর্ষদ মেহতার ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন অভিষেক বচ্চন।

শুক্রবারই প্রকাশ্যে এসেছে দ্য বিগ বুল-এর ট্রেলার। দর্শকদের টাইম মেশিনে চাপিয়ে নব্বইয়ের দশকে নিয়ে গিয়েছেন পরিচালক। দালাল স্ট্রিটে শেয়ার কেনাবেচার ধরন, ব্যবসার সঙ্গে রাজনীতির যোগ, বিগ বুলের ‘গলদ’ খুঁজে বের করার তাগিদ সাংবাদিকের- সবই ধরা পড়ল ট্রেলারে। নিজের অভিনয় দক্ষতা দিয়ে বিগ বুল হিসেবে নজর কাড়লেন অভিষেক বচ্চন। ছবিতে সাংবাদিক সুচেতা দালালের ভূমিকায় ইলিয়ানা ডি’ক্রুজ।

প্রসঙ্গত, ২০২০ সালের সেরা ওয়েব সিরিজগুলির তালিকায় জায়গা করে নিয়েছিল ‘স্ক্যাম ১৯৯২: দ্য হর্ষদ মেহতা স্টোরি’। শেয়ার মার্কেটের বিয়ার-বুলের লড়াই সহজভাবে দর্শকদের সামনে তুলে ধরেছিলেন পরিচালক হনসল মেহতা। আর ওয়েব দুনিয়ায় পা রেখেই ছক্কা হাঁকিয়ে দর্শকদের মন জয় করেছিলেন প্রতীক গান্ধী। নিউ নর্মালে আরও একবার ১৯৯২ সালের ভারতীয় ইতিহাসের সেই বহুচর্চিত বিতর্কিত অধ্যায় ধরা পড়তে চলেছে।

আগামী ৮ এপ্রিল ডিজনী+হটস্টার প্ল্যাটফর্মে মুক্তি পাবে অজয় দেবগন প্রযোজিত এই ‘দ্য বিগ বুল’ ছবিটি। তবে অতি জনপ্রিয় ‘স্ক্যাম ১৯৯২’-এর পর দর্শকরা এই ছবিকে কতখানি ভালবাসেন, সেটাই এখন বড় প্রশ্ন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইবিতে বিভাগের নাম পরিবর্তসহ দুই দফা দাবিতে প্রশাসন ভবন অবরোধ

‘দ্য বিগ বুল’ এ হর্ষদ মেহতার ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন অভিষেক বচ্চন!

আপডেট সময় : ১২:১৪:৩৮ পূর্বাহ্ণ, রবিবার, ২১ মার্চ ২০২১

নিউজ ডেস্ক:

নব্বইয়ের দশকে ভারতের মুম্বাই শহরের দালাল স্ট্রিটে সকলে তাকে চিনতেন ‘বিগ বুল’ নামেই। দু’কামরার ফ্ল্যাট থেকে রকেটের গতিতে কোটিপতি হওয়ার পথ অতিক্রম করেছিলেন হর্ষদ মেহতা। তার বুদ্ধি, ব্যবসার স্ট্র্যাটেজি, শেয়ার বাজার নিয়ে হিসেব-নিকেশের ক্ষমতা ছিল অন্যের কাছে ঈর্ষণীয়। কিন্তু তার এই দ্রুত উত্থানের জন্য বহু সমস্যার সম্মুখীনও হতে হয়েছে। আর্থিক তছরুপ-সহ নানা অভিযোগে নাম জড়ানোয় যেতে হয়েছে কারাগারেও। ভারতের শেয়ার বাজারে সেই অধ্যায় চর্চিত হয় আজও। আর তাকেই পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক কুকি গুলাটি। ছবির নাম- দ্য বিগ বুল। আর সেই হর্ষদ মেহতার ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন অভিষেক বচ্চন।

শুক্রবারই প্রকাশ্যে এসেছে দ্য বিগ বুল-এর ট্রেলার। দর্শকদের টাইম মেশিনে চাপিয়ে নব্বইয়ের দশকে নিয়ে গিয়েছেন পরিচালক। দালাল স্ট্রিটে শেয়ার কেনাবেচার ধরন, ব্যবসার সঙ্গে রাজনীতির যোগ, বিগ বুলের ‘গলদ’ খুঁজে বের করার তাগিদ সাংবাদিকের- সবই ধরা পড়ল ট্রেলারে। নিজের অভিনয় দক্ষতা দিয়ে বিগ বুল হিসেবে নজর কাড়লেন অভিষেক বচ্চন। ছবিতে সাংবাদিক সুচেতা দালালের ভূমিকায় ইলিয়ানা ডি’ক্রুজ।

প্রসঙ্গত, ২০২০ সালের সেরা ওয়েব সিরিজগুলির তালিকায় জায়গা করে নিয়েছিল ‘স্ক্যাম ১৯৯২: দ্য হর্ষদ মেহতা স্টোরি’। শেয়ার মার্কেটের বিয়ার-বুলের লড়াই সহজভাবে দর্শকদের সামনে তুলে ধরেছিলেন পরিচালক হনসল মেহতা। আর ওয়েব দুনিয়ায় পা রেখেই ছক্কা হাঁকিয়ে দর্শকদের মন জয় করেছিলেন প্রতীক গান্ধী। নিউ নর্মালে আরও একবার ১৯৯২ সালের ভারতীয় ইতিহাসের সেই বহুচর্চিত বিতর্কিত অধ্যায় ধরা পড়তে চলেছে।

আগামী ৮ এপ্রিল ডিজনী+হটস্টার প্ল্যাটফর্মে মুক্তি পাবে অজয় দেবগন প্রযোজিত এই ‘দ্য বিগ বুল’ ছবিটি। তবে অতি জনপ্রিয় ‘স্ক্যাম ১৯৯২’-এর পর দর্শকরা এই ছবিকে কতখানি ভালবাসেন, সেটাই এখন বড় প্রশ্ন।