নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামের জনৈক আবু তাহেরের ছেলে খুররম (৩০) কর্তৃক একই গ্রামের ১৩ বৎসরের কিশোরী ধর্ষনের শিকার হয়েছে। এই ঘটনায় রোববার (২০ মে) ধর্ষিতার পিতা বাদী হয়ে খুররমকে আসামি করে একটি নিয়মিত মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানাগেছে, গত শুক্রবার দিবাগত রাতে কিশোরীটি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য রাত ১০টার দিকে ঘরের বাইরে আসে। এসময় উৎপেতে থাকা খুররম মেয়েটিকে মুখে গামছা বেঁধে পার্শ্ববর্তী ধান ক্ষেতে নিয়ে পাশবিক নির্যাতন চালিয়ে ঘন্টা খানেক পর মেয়েটিকে ছেড়ে দেয়। পরে মেয়েটি অস্বাভাবিক অবস্থায় বাড়িতে এসে তার পিতা-মাতাকে ঘটনাটি জানায়। স্থানীয়ভাবে একটি মহল ঘটনাটি আপোষ ফায়সালা করার চেষ্টা করে ব্যর্থ হলে রোববার ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে নান্দাইল মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। ধর্ষিতা কিশোরীকে সোমবার মেডিকেল চেকআপের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবু তালেব জানান।
বৃহস্পতিবার
২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ