রাজধানীর যাত্রাবাড়ীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৬:৩১ অপরাহ্ণ, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭
  • ৮০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ী পশ্চিম মাতুয়াইল কাজীরগাঁও এলাকায় মাদকাসক্ত বাবার বিরুদ্ধে শাহীন (০৪) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার বিকেল ৫টার দিকে কাজীরগাঁও আব্দুল সামাদ রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহত শাহীন ওই এলাকার এনামুল হকের ছেলে। গ্রামের বাড়ি ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলায় হলেও তারা ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন।

নিহত শিশু শাহীনের মা আসমা বেগম জানান, তার স্বামী এনামুল হক মানসিক রোগী। তিনি মাদকাসক্ত হয়ে তার ছেলে-মেয়েদের ওপর প্রায়ই নির্যাতন করতেন। এরই ধারাবাহিকতায় সন্ধ্যায় এনামুল ধারালো অস্ত্র দিয়ে শাহীন আঘাত করলে সে গুরুতর আহত হয়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর যাত্রাবাড়ীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ !

আপডেট সময় : ১২:৩৬:৩১ অপরাহ্ণ, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭

নিউজ ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ী পশ্চিম মাতুয়াইল কাজীরগাঁও এলাকায় মাদকাসক্ত বাবার বিরুদ্ধে শাহীন (০৪) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার বিকেল ৫টার দিকে কাজীরগাঁও আব্দুল সামাদ রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহত শাহীন ওই এলাকার এনামুল হকের ছেলে। গ্রামের বাড়ি ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলায় হলেও তারা ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন।

নিহত শিশু শাহীনের মা আসমা বেগম জানান, তার স্বামী এনামুল হক মানসিক রোগী। তিনি মাদকাসক্ত হয়ে তার ছেলে-মেয়েদের ওপর প্রায়ই নির্যাতন করতেন। এরই ধারাবাহিকতায় সন্ধ্যায় এনামুল ধারালো অস্ত্র দিয়ে শাহীন আঘাত করলে সে গুরুতর আহত হয়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।