শিরোনাম :
Logo কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা Logo আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদের আয়োজন Logo নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান Logo কলকাতাকে উড়িয়ে মুম্বাইয়ের প্রথম জয় Logo অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে চমক, তালিকায় ২ টেস্ট খেলা ব্যাটার Logo আবারও রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের Logo জাপানে মেগা ভূমিকম্পের আশঙ্কা, মারা যেতে পারে ৩ লাখ মানুষ Logo ঈদের দ্বিতীয় দিনেও ট্রেন-বাস স্টেশনে ঘরমুখো মানুষের চাপ Logo দুই অঞ্চলে ঝড়ের আভাস, সতর্ক সংকেত

কাতারের ওপর থেকে অবরোধ তুলে নিন: ম্যাঁক্রন !

  • আপডেট সময় : ১১:৩৫:১৩ পূর্বাহ্ণ, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কাতারের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের আরোপিত অবরোধ তুলে নেওয়ার আহবান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রন। তিনি বলেন, এর ফলে কাতারের সাধারণ মানুষদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
তাই তিনি যত শিগগিরই সম্ভব এই অবরোধ তুলে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

কাতারের আমির শেখ তামিম বিন হামিদ আল থানির সঙ্গে সাক্ষাৎশেষে তিনি এসব কথা বলেন।

ম্যাক্রন বলেন, একটি দেশের ওপর অবরোধ আরোপ করলে তার প্রভার সকলের ওপর পড়ে। পরিবার থেকে শুরু করে সবাই এর নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে। তিনি এ ব্যাপারে তার গভীর উদ্বেগের কথা জানিয়ে বলেন, এ নিয়ে বর্তমানে যে অস্থিরতা বিরাজ করছে তা শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এ অঞ্চলের সকলের প্রতিই এর প্রভাব পড়ছে। তিনি বলেন, এ অবস্থা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টতো করছেই, তার সাথে সাথে এই সংকট মোকাবিলায় রাজনৈতিক পদক্ষেপকেও হুমকির দিকে ঠেলে দিচ্ছে।

পাশপাশি আমাদের সমষ্টিগতভাবে সন্ত্রাস মোকাবিলায় যে অবস্থান তাকেও দুর্বল করে দিচ্ছে। সৌদি আরব, বাহরাইন, মিসর এবং আরব আমিরাতের অভিযোগ দোহা চরমপন্থীদের সমর্থন করছে। আর এ কারণে দেশটির সঙ্গে গত ৫ জুন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়। যদিও কাতারের তরফ থেকে এ অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা কখনোই সত্য হতে পারে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা

কাতারের ওপর থেকে অবরোধ তুলে নিন: ম্যাঁক্রন !

আপডেট সময় : ১১:৩৫:১৩ পূর্বাহ্ণ, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

কাতারের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের আরোপিত অবরোধ তুলে নেওয়ার আহবান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রন। তিনি বলেন, এর ফলে কাতারের সাধারণ মানুষদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
তাই তিনি যত শিগগিরই সম্ভব এই অবরোধ তুলে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

কাতারের আমির শেখ তামিম বিন হামিদ আল থানির সঙ্গে সাক্ষাৎশেষে তিনি এসব কথা বলেন।

ম্যাক্রন বলেন, একটি দেশের ওপর অবরোধ আরোপ করলে তার প্রভার সকলের ওপর পড়ে। পরিবার থেকে শুরু করে সবাই এর নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে। তিনি এ ব্যাপারে তার গভীর উদ্বেগের কথা জানিয়ে বলেন, এ নিয়ে বর্তমানে যে অস্থিরতা বিরাজ করছে তা শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এ অঞ্চলের সকলের প্রতিই এর প্রভাব পড়ছে। তিনি বলেন, এ অবস্থা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টতো করছেই, তার সাথে সাথে এই সংকট মোকাবিলায় রাজনৈতিক পদক্ষেপকেও হুমকির দিকে ঠেলে দিচ্ছে।

পাশপাশি আমাদের সমষ্টিগতভাবে সন্ত্রাস মোকাবিলায় যে অবস্থান তাকেও দুর্বল করে দিচ্ছে। সৌদি আরব, বাহরাইন, মিসর এবং আরব আমিরাতের অভিযোগ দোহা চরমপন্থীদের সমর্থন করছে। আর এ কারণে দেশটির সঙ্গে গত ৫ জুন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়। যদিও কাতারের তরফ থেকে এ অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা কখনোই সত্য হতে পারে না।