মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুর জেনারেল হাসপাতালে রোদী (৩০) নামের এক গর্ভবতী রোগী ভর্তি না নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটে। রোদী মেহেরপুর শহরের হোটেল বাজার পাড়ার সাইফুল ইসলামের স্ত্রী।
ভুক্তভোগী রোদৌ খাতুনের মা মোমিনা খাতুন জানান তার মেয়ের প্রসব ব্যাথা উঠলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় ঐ ওয়ার্ডের নার্স আয়ারা ঘুমিয়ে ছিল । অনেক আকুতি মিনতি করে তাদের ঘুম থেকে তোলা হয়। এসময় নার্স ও আয়ারা তাদের সাথে খারাপ ব্যাবহার করে মার ধর করে সেখান থেকে ক্লিনিকে নিেেয় যেতে বলে তাড়িয়ে দেয়। উপায় না পেয়ে হাসপাতাল থেকে বেড়িয়ে যাওয়ার সময় নিচতলায় বারান্দার পাশের একটি রুমে অন্য এক নার্সের সহযোগীতায় ছেলে সন্তানের জন্ম দেয় রোদী।
স্থানীয়রা জানান, মানুষের ৫টি মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্যসেবা একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। সকরারি হাসপাতালে ধনী-গবির সকল মানুষের জন্য উন্মুক্ত । হাসপতালের নার্স ও আয়ারা যে ব্যবহার করেছে একজন গর্ভবতী মায়ের সাথে সেটা ক্ষমার অযোগ্য। তাই আমরা জন সাধারন জেলা প্রশাসকের নজর দারি কামনা করছি।
এ বিষয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্তাবধায় ডাঃ মিজানুর রহমান জানান রোগী বাহির করে দেওয়ার একটি অভিযোগ আমার কাছে এসেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।
বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ