শিরোনাম :
Logo তেঁতুলিয়া এলজিইডি অফিসে দুদকের অভিযান, সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে তদন্ত Logo নাবা জিরো ৫৫ বীজে ভুট্টার ফলন হয়নি, চুয়াডাঙ্গায় শতাধিক কৃষকের কোটি টাকার ক্ষতি Logo ১২০০ আহতকে সেবা দিলেন বাংলাদেশের চিকিৎসকরা Logo নির্বাচনব্যবস্থা সংস্কারে কয়েকটি প্রস্তাব Logo সমালোচনা ও আত্মসমালোচনা Logo দীপ্ত টিভির সংবাদ বন্ধ করতে বলেনি সরকার, বললেন তথ্য উপদেষ্টা Logo মাওলানা রইস উদ্দিনের নির্মম হত্যার প্রতিবাদ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবববন্ধন Logo ইসির সঙ্গে বৈঠক শেষে নির্বাচন নিয়ে যা বললো জামায়াত Logo রাজনৈতিক চাপে জুলাই চার্টার দ্রুত করে নির্বাচনের দিকে যাচ্ছে সরকার Logo প্রবাসীদের জন্য সবচেয়ে সহজলভ্য ভোটাধিকার প্রস্তাব চায় বিএনপি

কামারখন্দে পচা দই ও ঘোল বিক্রির অভিযোগ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:৪৮:১৮ অপরাহ্ণ, সোমবার, ৩ জুলাই ২০১৭
  • ৭৪৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় জামতৈল বাজারে পচা দই ও ঘোল বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এখানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন ব্যাপী দই ও ঘোল কিনতে ভিড় জমান শত শত ক্রেতা। মানুষের এই ভিড়কে অপেক্ষা করে দই বিক্রেতা বাগবাড়ী গ্রামের সুনিল ঘোষ (৫৫) ভেজাল ও নিম্নমাণের দই বিক্রি করে চলেছে বেশ কিছুদিন হলো এমটিই অভিযোগ করেছেন ক্রেতারা।

ক্রেতারা কখনো খোঁজ নিয়ে দেখেননি কি খাচ্ছে তারা, দেখবনই কিভাবে, সেই সুযোগ টিই বা কোথায়? তাই তো না জেনেই ভাল বলে মনে করে কিনে নিয়ে গিয়ে নিম্নমাণের পচা দই খেতে হচ্ছে ক্রেতাদের। এমনই থলের বেড়াল বের হয়ে এসেছে সোমবার সকালে।

সুত্রে জানা যায়, নষ্ট হয়ে যাওয়া ঈদের আগে তৈরি দই দিয়ে সোমবার সকালে ঘোল তৈরি করে বাজারে বিক্রি করছিল সেই ঘোল খেয়ে কয়েক জনের বমি হয়। এসময় ক্রেতারা জানতে পারে যে ঘোলে পচা দই মেশানো হয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানায় ক্রেতারা।

খবর পেয়ে কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকন্দ মোহাম্মদ ফয়সাল ঘটনাস্থলে পৌছেন। এসময় দই ও ঘোল বিক্রেতাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে প্রায় ১ মন পচা দই ও ঘোল ধংস করে ফেলার নির্দেশ দেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তেঁতুলিয়া এলজিইডি অফিসে দুদকের অভিযান, সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে তদন্ত

কামারখন্দে পচা দই ও ঘোল বিক্রির অভিযোগ

আপডেট সময় : ০৬:৪৮:১৮ অপরাহ্ণ, সোমবার, ৩ জুলাই ২০১৭

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় জামতৈল বাজারে পচা দই ও ঘোল বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এখানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন ব্যাপী দই ও ঘোল কিনতে ভিড় জমান শত শত ক্রেতা। মানুষের এই ভিড়কে অপেক্ষা করে দই বিক্রেতা বাগবাড়ী গ্রামের সুনিল ঘোষ (৫৫) ভেজাল ও নিম্নমাণের দই বিক্রি করে চলেছে বেশ কিছুদিন হলো এমটিই অভিযোগ করেছেন ক্রেতারা।

ক্রেতারা কখনো খোঁজ নিয়ে দেখেননি কি খাচ্ছে তারা, দেখবনই কিভাবে, সেই সুযোগ টিই বা কোথায়? তাই তো না জেনেই ভাল বলে মনে করে কিনে নিয়ে গিয়ে নিম্নমাণের পচা দই খেতে হচ্ছে ক্রেতাদের। এমনই থলের বেড়াল বের হয়ে এসেছে সোমবার সকালে।

সুত্রে জানা যায়, নষ্ট হয়ে যাওয়া ঈদের আগে তৈরি দই দিয়ে সোমবার সকালে ঘোল তৈরি করে বাজারে বিক্রি করছিল সেই ঘোল খেয়ে কয়েক জনের বমি হয়। এসময় ক্রেতারা জানতে পারে যে ঘোলে পচা দই মেশানো হয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানায় ক্রেতারা।

খবর পেয়ে কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকন্দ মোহাম্মদ ফয়সাল ঘটনাস্থলে পৌছেন। এসময় দই ও ঘোল বিক্রেতাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে প্রায় ১ মন পচা দই ও ঘোল ধংস করে ফেলার নির্দেশ দেন তিনি।