শিরোনাম :
Logo রাবি শিবির সভাপতির বক্তব্যে ছাত্রদলের নিন্দা; শিবিরের দুঃখ প্রকাশ Logo নেইমারের কাছ থেকে ‘বিশেষ উপহার’ পেলেন পলাশ! Logo টি-টোয়েন্টিতে এক ধাপ পিছিয়ে গেলো টাইগ্রেসরা Logo বোর্ড পরিচালকদের কড়া ভাষায় সমালোচনার পর তামিমের বিশেষ বার্তা Logo শরীরে বোমা বেঁধে পাকিস্তানে হামলা চালাতে চান ভারতের মন্ত্রী Logo সিন্ধু নদের পানি বন্ধ হলে ভারতে হামলা হবে Logo উস্কানি চরমে, এবার ৪৫০ কিমি পাল্লার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাল পাকিস্তান Logo তিন ভারতীয়র মৃত্যুদণ্ডাদেশ দিল ইন্দোনেশিয়ার আদালত Logo রাখাইনে মানবিক করিডর দেওয়া উচিত নয়: ফরহাদ মজহার Logo ‘নারী সংস্কার কমিশন বাতিলের দাবি গণঅভ্যুত্থানের চেতনা পরিপন্থী’

প্রভাসের জন্য উপযুক্ত পাত্রী চেয়ে রানা দগ্গুবাতির বিজ্ঞাপন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৩১:০৩ অপরাহ্ণ, রবিবার, ২১ মে ২০১৭
  • ৭৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাহুবলির প্রথম ছবিটি মুক্তির পর থেকে প্রায় ৬০০০ বিয়ের প্রস্তাব এসেছিল নায়ক প্রভাসের কাছে। পরবর্তী ছবির দিকে তাকিয়ে সেসব দিকে নজর দেননি তিনি। কিন্তু সম্প্রতি সামনে এসেছে এক মজার তথ্য। বাহুবলির অপর অভিনেতা রানা দগ্গুবাতি নাকি প্রভাসের বিয়ে দিবেন বলে ঠিক করেছিলেন। শুরু করেছিলেন পাত্রীর খোঁজ। উপযুক্ত পাত্রীর সন্ধানে টুইটারে দিয়েছিলেন বিজ্ঞাপনও। ভাইরাল হয়েছে সেই টুইটবার্তাটি।

পাত্রীর কী কী যোগ্যতা থাকা দরকার, তা টুইটবার্তায় ফলাও করে লিখেছিলেন দগ্গুবাতি। কিন্তু, তার আগে উল্লেখ করেছিলেন বাহুবলির যোগ্যতা। জানিয়েছিলেন, ৩৬ বছরের যোদ্ধা, মিলিটারি যুবকের জন্য উপযুক্ত পাত্রী প্রয়োজন। পাত্রীর কী কী যোগ্যতা থাকা আবশ্যক?

১. পাত্রীকে আকর্ষনীয় হতে হবে। পাহাড়, জঙ্গলে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকা বাঞ্চনীয়।

২.  তরবারি চালানো ও ধনুর্বিদ্যা জানা আবশ্যক।

৩.  শাশুড়িকে সম্মান করতে হবে। তিনি এখন বন্দি অবস্থায় রয়েছেন।

৪. পাত্রীকে হতে হবে ঘরোয়া। সেই সঙ্গে জানা চায় বাড়ির কাজ। যুদ্ধের নতুন নতুন কৌশল সম্পর্কে ওয়াকিবহাল থাকা দরকার।

২০১৬ সালের এই বিজ্ঞাপনটি দেখার পর অনেকে কমেন্টস্ দিতে শুরু করেছেন। তবে মুখ খোলেননি পাত্র বা বিজ্ঞাপনদাতা নিজেও।

ট্যাগস :

রাবি শিবির সভাপতির বক্তব্যে ছাত্রদলের নিন্দা; শিবিরের দুঃখ প্রকাশ

প্রভাসের জন্য উপযুক্ত পাত্রী চেয়ে রানা দগ্গুবাতির বিজ্ঞাপন !

আপডেট সময় : ০৫:৩১:০৩ অপরাহ্ণ, রবিবার, ২১ মে ২০১৭

নিউজ ডেস্ক:

বাহুবলির প্রথম ছবিটি মুক্তির পর থেকে প্রায় ৬০০০ বিয়ের প্রস্তাব এসেছিল নায়ক প্রভাসের কাছে। পরবর্তী ছবির দিকে তাকিয়ে সেসব দিকে নজর দেননি তিনি। কিন্তু সম্প্রতি সামনে এসেছে এক মজার তথ্য। বাহুবলির অপর অভিনেতা রানা দগ্গুবাতি নাকি প্রভাসের বিয়ে দিবেন বলে ঠিক করেছিলেন। শুরু করেছিলেন পাত্রীর খোঁজ। উপযুক্ত পাত্রীর সন্ধানে টুইটারে দিয়েছিলেন বিজ্ঞাপনও। ভাইরাল হয়েছে সেই টুইটবার্তাটি।

পাত্রীর কী কী যোগ্যতা থাকা দরকার, তা টুইটবার্তায় ফলাও করে লিখেছিলেন দগ্গুবাতি। কিন্তু, তার আগে উল্লেখ করেছিলেন বাহুবলির যোগ্যতা। জানিয়েছিলেন, ৩৬ বছরের যোদ্ধা, মিলিটারি যুবকের জন্য উপযুক্ত পাত্রী প্রয়োজন। পাত্রীর কী কী যোগ্যতা থাকা আবশ্যক?

১. পাত্রীকে আকর্ষনীয় হতে হবে। পাহাড়, জঙ্গলে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকা বাঞ্চনীয়।

২.  তরবারি চালানো ও ধনুর্বিদ্যা জানা আবশ্যক।

৩.  শাশুড়িকে সম্মান করতে হবে। তিনি এখন বন্দি অবস্থায় রয়েছেন।

৪. পাত্রীকে হতে হবে ঘরোয়া। সেই সঙ্গে জানা চায় বাড়ির কাজ। যুদ্ধের নতুন নতুন কৌশল সম্পর্কে ওয়াকিবহাল থাকা দরকার।

২০১৬ সালের এই বিজ্ঞাপনটি দেখার পর অনেকে কমেন্টস্ দিতে শুরু করেছেন। তবে মুখ খোলেননি পাত্র বা বিজ্ঞাপনদাতা নিজেও।