ফের প্রেমে মজেছেন কারিশমা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৬:১৫ পূর্বাহ্ণ, বুধবার, ১০ মে ২০১৭
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর ফের বিয়ের পিঁড়িয়ে বসছেন বেশ কিছু দিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে। পাত্র  ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিইও সন্দীপ তোশনিওয়াল। এখনো এ নিয়ে কাপুর পরিবার মুখ খোলেনি। কিন্তু বিভিন্ন পার্টি-লোকসমাগমে একসঙ্গেই হাজির হচ্ছেন কারিশমা-সন্দ্বীপ।

সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরেই ঝমকালো পার্টির আয়োজন করেন কারিনা কাপুর। সেই পার্টিতে বলিউডের অনেক তারকাকেই দেখা গেছে। কারিনার ননদ সোহা আলী খান ও তার স্বামী কুনালও ছিলেন। কিন্তু সবার নজর ছিল কারিনার বড় বোন কারিশমার ওপর। ‘কথিত’ প্রেমিক সন্দীপের সঙ্গে এক গাড়িতে করেই অনুষ্ঠানস্থলে হাজির হন কারিশমা। সন্দীপ পিঙ্ক শার্ট ও নীল জিন্স পরেছিলেন। কারিশমা পার্টিতে গিয়েছিলেন কালো পোশাকে।

জানা গেছে, সাবেক স্বামী  সঞ্জয় কাপুরের সঙ্গে আইনি লড়াই চলাকালেই সন্দীপের সঙ্গে পরিচয় হয় কারিশমার। স্বামীর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হওয়ার আগে থেকেই সন্দীপের সঙ্গে সখ্য গড়ে উঠে কারিশমার। তার সাবেক স্বামী এরইমধ্যে ঝমকালো আয়োজনে বিয়ে সেরেছেন। কারিশমা হয়তো শীঘ্রই বসছেন বিয়ের পিঁড়িতে। আর সেজন্যই পারিবারিক অনুষ্ঠানে প্রেমিককে নিয়ে হাজির হয়েছেন তিনি।

ট্যাগস :

ফের প্রেমে মজেছেন কারিশমা !

আপডেট সময় : ১১:৫৬:১৫ পূর্বাহ্ণ, বুধবার, ১০ মে ২০১৭

নিউজ ডেস্ক:

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর ফের বিয়ের পিঁড়িয়ে বসছেন বেশ কিছু দিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে। পাত্র  ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিইও সন্দীপ তোশনিওয়াল। এখনো এ নিয়ে কাপুর পরিবার মুখ খোলেনি। কিন্তু বিভিন্ন পার্টি-লোকসমাগমে একসঙ্গেই হাজির হচ্ছেন কারিশমা-সন্দ্বীপ।

সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরেই ঝমকালো পার্টির আয়োজন করেন কারিনা কাপুর। সেই পার্টিতে বলিউডের অনেক তারকাকেই দেখা গেছে। কারিনার ননদ সোহা আলী খান ও তার স্বামী কুনালও ছিলেন। কিন্তু সবার নজর ছিল কারিনার বড় বোন কারিশমার ওপর। ‘কথিত’ প্রেমিক সন্দীপের সঙ্গে এক গাড়িতে করেই অনুষ্ঠানস্থলে হাজির হন কারিশমা। সন্দীপ পিঙ্ক শার্ট ও নীল জিন্স পরেছিলেন। কারিশমা পার্টিতে গিয়েছিলেন কালো পোশাকে।

জানা গেছে, সাবেক স্বামী  সঞ্জয় কাপুরের সঙ্গে আইনি লড়াই চলাকালেই সন্দীপের সঙ্গে পরিচয় হয় কারিশমার। স্বামীর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হওয়ার আগে থেকেই সন্দীপের সঙ্গে সখ্য গড়ে উঠে কারিশমার। তার সাবেক স্বামী এরইমধ্যে ঝমকালো আয়োজনে বিয়ে সেরেছেন। কারিশমা হয়তো শীঘ্রই বসছেন বিয়ের পিঁড়িতে। আর সেজন্যই পারিবারিক অনুষ্ঠানে প্রেমিককে নিয়ে হাজির হয়েছেন তিনি।