প্রকাশ্যে ক্ষমা চাইলেন ‘রংবাজ’ নির্মাতা রনি !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫০:২৩ পূর্বাহ্ণ, বুধবার, ১০ মে ২০১৭
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নিষেধাজ্ঞা অমান্য করে শাকিব খানকে নিয়ে ‘রংবাজ’ এর শুটিং করছিলেন ছবিটির পরিচালক শামীম আহমেদ রনি। এ কারণে রনির ওপর শৃঙ্খলাভঙ্গর অভিযোগে সমিতির আইনের ৫ (ক) ধারায় তার সদস্যপদ বাতিল করা হয় বলে জানান পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

পরিচালক সমিতির এমন সিদ্ধান্তের পর প্রথম লুকেই চমকে দেওয়া শাকিব খান অভিনীত রংবাজের ভাগ্য ঝুলে যায়। চরম বিপাকে পড়েছেন ‘বসগিরি’ ছবির এই নির্মাতা। উপায় না পেয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি বরাবর খোলা চিঠি লিখেছেন। গত সোমবার রাতে তিনি নিজের ফেসবুকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন।

ফেসবুকে রনি লেখেন, সাম্প্রতিক বেশ কিছু ব্যক্তিগত, পারিবারিক এবং কর্মক্ষেত্র সম্পর্কিত ঘটনায় আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। এই অবস্থায় আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে দু’একটি স্ট্যাটাসের মাধ্যমে আমি সমিতির সম্মানিত সদস্যদের সম্মানে যদি আঘাত করে থাকি, সেজন্য আমি ক্ষমাপ্রার্থী…।

তিনি আরও বলেন, চলচ্চিত্র পরিবারের একজন সদস্য হিসেবে পরিচালক সমিতির সদস্য হিসেবে আমি নিজেকে গর্বিত বোধ করি এবং সমিতির যেকোন সিদ্ধান্তের প্রতি আমার আস্থা রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। এই সমিতিই আমার পরিচয় … আমার সার্বিক অবস্থা বিবেচনায় এনে সমিতির সভাপতি, মহাসচিবসহ প্রতিটি সদস্যর কাছে আমি আন্তরিকভাবে আমার কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করছি। আমি আপনাদের সন্তানতুল্য, ভুল স্বীকার করে আপনাদের সামনে দাঁড়ালাম…আশা করছি, আমি আপনাদের পিতৃপ্রতীম, ভাতৃপ্রতীম হাতের আশীর্বাদ পাবো … আমায় আপনাদের ছায়া থেকে বিচ্ছিন্ন না করার জন্য সবিনয় অনুরোধ করছি।

ট্যাগস :

প্রকাশ্যে ক্ষমা চাইলেন ‘রংবাজ’ নির্মাতা রনি !

আপডেট সময় : ১১:৫০:২৩ পূর্বাহ্ণ, বুধবার, ১০ মে ২০১৭

নিউজ ডেস্ক:

নিষেধাজ্ঞা অমান্য করে শাকিব খানকে নিয়ে ‘রংবাজ’ এর শুটিং করছিলেন ছবিটির পরিচালক শামীম আহমেদ রনি। এ কারণে রনির ওপর শৃঙ্খলাভঙ্গর অভিযোগে সমিতির আইনের ৫ (ক) ধারায় তার সদস্যপদ বাতিল করা হয় বলে জানান পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

পরিচালক সমিতির এমন সিদ্ধান্তের পর প্রথম লুকেই চমকে দেওয়া শাকিব খান অভিনীত রংবাজের ভাগ্য ঝুলে যায়। চরম বিপাকে পড়েছেন ‘বসগিরি’ ছবির এই নির্মাতা। উপায় না পেয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি বরাবর খোলা চিঠি লিখেছেন। গত সোমবার রাতে তিনি নিজের ফেসবুকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন।

ফেসবুকে রনি লেখেন, সাম্প্রতিক বেশ কিছু ব্যক্তিগত, পারিবারিক এবং কর্মক্ষেত্র সম্পর্কিত ঘটনায় আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। এই অবস্থায় আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে দু’একটি স্ট্যাটাসের মাধ্যমে আমি সমিতির সম্মানিত সদস্যদের সম্মানে যদি আঘাত করে থাকি, সেজন্য আমি ক্ষমাপ্রার্থী…।

তিনি আরও বলেন, চলচ্চিত্র পরিবারের একজন সদস্য হিসেবে পরিচালক সমিতির সদস্য হিসেবে আমি নিজেকে গর্বিত বোধ করি এবং সমিতির যেকোন সিদ্ধান্তের প্রতি আমার আস্থা রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। এই সমিতিই আমার পরিচয় … আমার সার্বিক অবস্থা বিবেচনায় এনে সমিতির সভাপতি, মহাসচিবসহ প্রতিটি সদস্যর কাছে আমি আন্তরিকভাবে আমার কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করছি। আমি আপনাদের সন্তানতুল্য, ভুল স্বীকার করে আপনাদের সামনে দাঁড়ালাম…আশা করছি, আমি আপনাদের পিতৃপ্রতীম, ভাতৃপ্রতীম হাতের আশীর্বাদ পাবো … আমায় আপনাদের ছায়া থেকে বিচ্ছিন্ন না করার জন্য সবিনয় অনুরোধ করছি।