শিরোনাম :

‘বাহুবলী- ২’ দেখতে গিয়ে পুলিশের খপ্পরে চোর !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৯:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

‘বাহুবলী- ২’ ছবিটি শুরু হয়েছে কিছুক্ষণ আগেই। দৃশ্যগুলি দেখে মনে হচ্ছে, এবার জানা যাবে- কাটাপ্পা কেন বাহুবলীকে হত্যা করেছিল? কিন্তু, তার আগেই পিছন থেকে জামার কলারটা কে চেপে ধরল। বাহুবলী-২ দেখতে আসা সম্ভব কিছু বোঝার আগেই, আরেকটা হাত তার চুলের মুঠি চেপে ধরল। এরপরই টানতে টানতে সিনেমা হলের বাইরে নিয়ে আসা হল সম্ভব আচার্যকে।

জানা যায়, ৫০টির বেশি ATM লুঠে অভিযুক্ত সম্ভব আচার্যকে এভাবেই হাজতে পুরেছে ভুবনেশ্বর পুলিশ। গ্রেপ্তারির সময় শহরেরেই এক সিনেমা হলে বাহুবলী ২ দেখছিল ATM চোর সম্ভব। ভারতের জয়পুর জেলার বালিচন্দ্রপুর এলাকার বাসিন্দা সম্ভবকে বেশ কয়েকদিন ধরেই খুঁজছিল ভুবনেশ্বরের পুলিশ। সোমবার স্থানীয় এক সিনেমা হলে সম্ভবের খোঁজ পেয়েই, হানা দেন পুলিশ কর্মকর্তারা।

ভুবনেশ্বর পুলিশের ডেপুটি কমিশনার সত্যব্রত ভই জানিয়েছেন, ওর বিরুদ্ধে অনেকগুলো মামলা চলছিল। সোমবার আমাদের স্পেশাল স্ক্যোয়াডের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। সম্ভবকে জেরা করে ATM লুঠের পিছনে কোনও চক্রের হাত আছে কিনা জানতে চাইছে পুলিশ।

সূত্র: এই সময়।

ট্যাগস :

হাসনাতের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

‘বাহুবলী- ২’ দেখতে গিয়ে পুলিশের খপ্পরে চোর !

আপডেট সময় : ১২:৪৯:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭

নিউজ ডেস্ক:

‘বাহুবলী- ২’ ছবিটি শুরু হয়েছে কিছুক্ষণ আগেই। দৃশ্যগুলি দেখে মনে হচ্ছে, এবার জানা যাবে- কাটাপ্পা কেন বাহুবলীকে হত্যা করেছিল? কিন্তু, তার আগেই পিছন থেকে জামার কলারটা কে চেপে ধরল। বাহুবলী-২ দেখতে আসা সম্ভব কিছু বোঝার আগেই, আরেকটা হাত তার চুলের মুঠি চেপে ধরল। এরপরই টানতে টানতে সিনেমা হলের বাইরে নিয়ে আসা হল সম্ভব আচার্যকে।

জানা যায়, ৫০টির বেশি ATM লুঠে অভিযুক্ত সম্ভব আচার্যকে এভাবেই হাজতে পুরেছে ভুবনেশ্বর পুলিশ। গ্রেপ্তারির সময় শহরেরেই এক সিনেমা হলে বাহুবলী ২ দেখছিল ATM চোর সম্ভব। ভারতের জয়পুর জেলার বালিচন্দ্রপুর এলাকার বাসিন্দা সম্ভবকে বেশ কয়েকদিন ধরেই খুঁজছিল ভুবনেশ্বরের পুলিশ। সোমবার স্থানীয় এক সিনেমা হলে সম্ভবের খোঁজ পেয়েই, হানা দেন পুলিশ কর্মকর্তারা।

ভুবনেশ্বর পুলিশের ডেপুটি কমিশনার সত্যব্রত ভই জানিয়েছেন, ওর বিরুদ্ধে অনেকগুলো মামলা চলছিল। সোমবার আমাদের স্পেশাল স্ক্যোয়াডের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। সম্ভবকে জেরা করে ATM লুঠের পিছনে কোনও চক্রের হাত আছে কিনা জানতে চাইছে পুলিশ।

সূত্র: এই সময়।