মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে প্রতিপক্ষের আগুনে একই পরিবারের ৫ সহোদর রিকশা চালকের বসত ঘরে পুড়ে ছাঁই হয়েগেছে। তবে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করার হয়েছে বলে অভিযোগ ভুক্তবোগীরা। এতে ঘরের থাকা টাকা, আসবাবপত্র ও জমির গুরুত্বপূর্ণ দলিল পুড়ে ক্ষতি হয়েছে।
বুধবার বিকালে উপজেলার রায়পুর ইউনিয়নের দেবিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় খবর পেয়ে রায়পুর থানা অফিসার ইনচার্জ লোকমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়দের ধারনা, জমি নিয়ে বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানায়, আগুনে আবদুস ছাত্তার, মোঃ ইউসুফ, ইসমাইল হোসেন, ইব্রাহিম ও হাসানের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ওই এলাকার তারা মৃত ছফি উল্যার ছেলে। সবাই রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।
ক্ষতিগ্রস্থ ইসমাইল হোসেন ও তার স্ত্রী মমতাজ বেগম বলেন, একই এলাকার আলী, জামাল, নুরু মিয়া ও জাফর মিজিদের সাথে জমি নিয়ে কয়েক মাস ধরে বিরোধ চলছে। এর জের ধরে ওই জমি থেকে তাদের উচ্ছেদ করতে সম্প্রতি গলায় অস্ত্র ঠেকিয়ে মমতাজকে প্রতিপক্ষ আলী ও জামাল এলাকা ছাড়ার হুমকি দেয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠে প্রতিপক্ষ । এর জের ধরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে টিনসেট বসত ঘরগুলোতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। তবে এসময় ঘরে কেউ ছিল না। লক্ষ্মীপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘঁনাস্থলে আসার আগেই ঘরগুলো পুড়ে যায়।
এ ব্যাপারে জাফর মিজি বলেন, এ ঘটনার সাথে আমরা কেউ জড়িত নয়। কি কারনে,তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন, তাও বুঝতে পারছি না।
রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী সুমন বলেন, মানবিক কারনে একটি বাড়িতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে আপাতত থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনিকভাবে সহযোগিতা করে তাদেরকে ঘর করে দেওয়া হবে।
রায়পুর থানার অফিসার ইনচার্জ লোকমান হোসেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কিভাবে আগুনের ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত হওয়ার জন্য ফায়ার সার্ভিসের সাথে কথা বলা হচ্ছে। থানায় লিখিত অভিযোগ করার জন্য ক্ষতিগ্রস্থ পরিবারগুলো পরামর্শ দেওয়া হয়।
বৃহস্পতিবার
২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ