শিরোনাম :

‘বাহুবলি ২’ দেখতে ভারতে ৪০ বাংলাদেশি !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৬:৪৩ অপরাহ্ণ, বুধবার, ৩ মে ২০১৭
  • ৭৩৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

২০১৫ সালে বাহুবলি ছবিটি মুক্তি পায়। মুক্তির পরপরই ছবিটি আলোড়ন সৃষ্টি করে। ছবিটি মুক্তির সবার মনে একটাই প্রশ্ন ছিল যে কাটাপ্পা কেন বাহুবলিকে হত্যা করেছিল। অবশেষে সেই প্রশ্নের অবসান ঘটে গত ২৮ এপ্রিল। গত ২৮ এপ্রিল মুক্তি পায় বাহুবলি ২। আর মুক্তির সঙ্গে সঙ্গেই ভারতের সিনেমার ইতিহাসের অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে সিনেমাটি।

ভারতের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে বাহুবলির সেই উত্তাপ। সেই উত্তাপ এসে পড়েছে বাংলাদেশের কিছু কিছু চলচ্চিত্রপ্রেমীর মাঝে। তাইতো ‘বাহুবলি ২’ দেখতে ভারতে চলে গেছেন বাংলাদেশের ৪০ ‘ভক্ত’। সোমবার একটি বিশেষ বিমানে তারা কলতাকায় গিয়ে পৌঁছান। মঙ্গলবার  ৪০ জনের ওই গ্রুপটি দক্ষিণ কলকতায় মালটিপ্লেক্সে গতকাল সন্ধ্যার শো দেখতে যান।

বাংলাদেশের ব্যবসায়ী ইবনে হাসান খান নামের একজন রয়েছেন। ছেলেমেয়েকে নিয়ে তিনি ঢাকা থেকে কলকাতায় যান। তাঁর ১১ বছরের মেয়ে অথৈ ‘বাহুবলি ২’ দেখার জন্য খুব আগ্রহী ছিল।

‘বাহুবলি ২’ দেখার জন্য ঢাকা থেকে কলকাতায় বাংলাদেশ থেকে ৪০ জনের ওই গ্রুপটিতে রয়েছেন তাসলিন নামের একজন। তিনি বলেন, ‘আমরা দুই বছর ধরে অপেক্ষা করছি, কেন বাহুবলিকে কাটাপ্পা খুন করল এই বিষয়টি জানার জন্য। আমি বলিউডের একজন অন্ধভক্ত। কলকাতায় সন্ধ্যার শো দেখতে আমরা সকালের একটি ফ্লাইট ধরে সেখানে যাই। ’

‘বাহুবলি ২’ দেখতে যাওয়া সেই ৪০ জনের আরেকজন হলেন ফারজানা ব্রাউনিয়া। তিনি বলেন, বাহুবলি ১ অনেক জনপ্রিয় হয়েছিল। এমনকি আমরা ভাবছিলাম, কেন বাহুবলিকে প্রথম পর্বে হত্যা করা হলো। তাই এর উত্তর পাওয়ার জন্যই দ্বিতীয় পর্বটি দেখার ইচ্ছা করি।
সূত্রঃ ইন্ডিয়া টুডে।

ট্যাগস :

হাসনাতের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

‘বাহুবলি ২’ দেখতে ভারতে ৪০ বাংলাদেশি !

আপডেট সময় : ১২:৫৬:৪৩ অপরাহ্ণ, বুধবার, ৩ মে ২০১৭

নিউজ ডেস্ক:

২০১৫ সালে বাহুবলি ছবিটি মুক্তি পায়। মুক্তির পরপরই ছবিটি আলোড়ন সৃষ্টি করে। ছবিটি মুক্তির সবার মনে একটাই প্রশ্ন ছিল যে কাটাপ্পা কেন বাহুবলিকে হত্যা করেছিল। অবশেষে সেই প্রশ্নের অবসান ঘটে গত ২৮ এপ্রিল। গত ২৮ এপ্রিল মুক্তি পায় বাহুবলি ২। আর মুক্তির সঙ্গে সঙ্গেই ভারতের সিনেমার ইতিহাসের অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে সিনেমাটি।

ভারতের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে বাহুবলির সেই উত্তাপ। সেই উত্তাপ এসে পড়েছে বাংলাদেশের কিছু কিছু চলচ্চিত্রপ্রেমীর মাঝে। তাইতো ‘বাহুবলি ২’ দেখতে ভারতে চলে গেছেন বাংলাদেশের ৪০ ‘ভক্ত’। সোমবার একটি বিশেষ বিমানে তারা কলতাকায় গিয়ে পৌঁছান। মঙ্গলবার  ৪০ জনের ওই গ্রুপটি দক্ষিণ কলকতায় মালটিপ্লেক্সে গতকাল সন্ধ্যার শো দেখতে যান।

বাংলাদেশের ব্যবসায়ী ইবনে হাসান খান নামের একজন রয়েছেন। ছেলেমেয়েকে নিয়ে তিনি ঢাকা থেকে কলকাতায় যান। তাঁর ১১ বছরের মেয়ে অথৈ ‘বাহুবলি ২’ দেখার জন্য খুব আগ্রহী ছিল।

‘বাহুবলি ২’ দেখার জন্য ঢাকা থেকে কলকাতায় বাংলাদেশ থেকে ৪০ জনের ওই গ্রুপটিতে রয়েছেন তাসলিন নামের একজন। তিনি বলেন, ‘আমরা দুই বছর ধরে অপেক্ষা করছি, কেন বাহুবলিকে কাটাপ্পা খুন করল এই বিষয়টি জানার জন্য। আমি বলিউডের একজন অন্ধভক্ত। কলকাতায় সন্ধ্যার শো দেখতে আমরা সকালের একটি ফ্লাইট ধরে সেখানে যাই। ’

‘বাহুবলি ২’ দেখতে যাওয়া সেই ৪০ জনের আরেকজন হলেন ফারজানা ব্রাউনিয়া। তিনি বলেন, বাহুবলি ১ অনেক জনপ্রিয় হয়েছিল। এমনকি আমরা ভাবছিলাম, কেন বাহুবলিকে প্রথম পর্বে হত্যা করা হলো। তাই এর উত্তর পাওয়ার জন্যই দ্বিতীয় পর্বটি দেখার ইচ্ছা করি।
সূত্রঃ ইন্ডিয়া টুডে।