শিরোনাম :
Logo পাবিপ্রবিতে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ Logo সোহরাওয়ার্দী মেডিকেলের নাম খালেদা জিয়ার নামে করার চেষ্টা; শিক্ষার্থীদের প্রতিবাদ Logo আন্দোলনের নামে জবির মেডিক্যাল দখল শিক্ষার্থীদের Logo চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে মাসব্যাপী খাবার পানি-স্যালাইন বিতরণ Logo চাঁদপুরে জুলাই যোদ্ধাদের মাঝে ৫৯ লাখ টাকার চেক বিতরণ Logo জাবি ভর্তিতে অসচ্ছল শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা হিরন Logo ফেসবুকে চাঁদপুরের ইলিশ বিক্রির বিজ্ঞাপন থেকে সাবধান, টাকা নিয়েই করে দিচ্ছে ব্লক Logo বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান, ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহকে আইইবি স্বীকৃতি প্রদানের দাবি Logo গজারিয়ার গুয়াগাছিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার,আটক ৩ Logo চুয়াডাঙ্গায় নিখোঁজের ৩ দিন ভুট্টা ক্ষেতে পড়েছিল আলমগীরের মরদেহ

ঝালকাঠিতে বজ্রপাত থেকে সৃষ্ট অাগুনে দোকান পুড়ে অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:১০:২৭ অপরাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭
  • ৭৬০ বার পড়া হয়েছে

রিপোর্ট : ইমাম বিমান:  ঝালকাঠি সদরের বালিঘোনা এস এম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বালিঘোনা বাজারে শনিবার সকাল অানুমানিক সাড়ে ১১টার সময় সৃষ্ট বজ্রপাতে বন্ধ দোকানের ভিতরে অাগুন লেগে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। প্রত্যক্ষদর্শী স্থানীয় চায়ের দোকানি  অাকবর হোসেন জানান, সকাল অানুমানিক সাড়ে ১১টার সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল হঠাৎ বিদ্যালয় সংলগ্ন দক্ষিন-পূর্ব কোনে ব্যাপক অাকারে  বজ্রপাতের শব্দ পাওয়া যায়। বজ্রপাতের ঠিক ৭/৮ মিনিট সময় পর অামার দোকারনের সামনে রাস্তার ওপারে ফোরকান হোসেন মৃধার ইলেকট্রিক দোকানের চালের উপর ধোয়া দেখতে পাই।  ধোয়া দেখতে পেয়েই অামি অাগুন অাগুন বলে চিৎকার করি এ সময় কয়েক জন লোক এগিয়ে অাসলে ফোরকানের দোকানের তালা ভেঙ্গে দোকানের ভিতরে অাগুন দেখতে পাই। সবাই মিলে অামার চায়ের দোকান থেকে বালতি নিয়ে পাশের খাল,  পুকুর ও টিউবওয়েল থেকে পানি এনে অাগুনে দিয়ে নিভানোর চেষ্টা করি।  প্রায় অাধাঘন্টা চেষ্টার পর অাগুন নেভানো সম্ভব হয়।
এ বিষয় ফোকানের দোকানের সহকারী অপু জানান,  দোকানের ভিতরে থাকা ইলেকট্রিক মালামাল, ইলেকট্রনিক্সের মালামাল, কম্পিউটার, ল্যাপটপ সহ প্রায় অর্ধ লক্ষাধিক টাকার মালামার পুরে যায়।  সহকারী অপু মনে করছেন ফোরকান মৃধার দোকানের চালের উপরে সৌর বিদ্যুতের সোলার পেল্ট অাছে, হয়তো বজ্রপাতের পর সৌর বিদ্যুতের চার্জিং মেশিন থেকেই অাগুনের উৎপত্তি হয়। কারন হিসেবে অপু বলেন ঘরে ঢুকে অন্যান্য পোড়া অাসবাব পত্রের অংশ ভালো পাওয়া গেলেও সৌর বিদ্যুৎ চাজিং মেশিন পোড়া ছাই ছাড়া অবশিষ্ট কিছু পাওয়া যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাবিপ্রবিতে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ

ঝালকাঠিতে বজ্রপাত থেকে সৃষ্ট অাগুনে দোকান পুড়ে অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি

আপডেট সময় : ০৭:১০:২৭ অপরাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭

রিপোর্ট : ইমাম বিমান:  ঝালকাঠি সদরের বালিঘোনা এস এম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বালিঘোনা বাজারে শনিবার সকাল অানুমানিক সাড়ে ১১টার সময় সৃষ্ট বজ্রপাতে বন্ধ দোকানের ভিতরে অাগুন লেগে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। প্রত্যক্ষদর্শী স্থানীয় চায়ের দোকানি  অাকবর হোসেন জানান, সকাল অানুমানিক সাড়ে ১১টার সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল হঠাৎ বিদ্যালয় সংলগ্ন দক্ষিন-পূর্ব কোনে ব্যাপক অাকারে  বজ্রপাতের শব্দ পাওয়া যায়। বজ্রপাতের ঠিক ৭/৮ মিনিট সময় পর অামার দোকারনের সামনে রাস্তার ওপারে ফোরকান হোসেন মৃধার ইলেকট্রিক দোকানের চালের উপর ধোয়া দেখতে পাই।  ধোয়া দেখতে পেয়েই অামি অাগুন অাগুন বলে চিৎকার করি এ সময় কয়েক জন লোক এগিয়ে অাসলে ফোরকানের দোকানের তালা ভেঙ্গে দোকানের ভিতরে অাগুন দেখতে পাই। সবাই মিলে অামার চায়ের দোকান থেকে বালতি নিয়ে পাশের খাল,  পুকুর ও টিউবওয়েল থেকে পানি এনে অাগুনে দিয়ে নিভানোর চেষ্টা করি।  প্রায় অাধাঘন্টা চেষ্টার পর অাগুন নেভানো সম্ভব হয়।
এ বিষয় ফোকানের দোকানের সহকারী অপু জানান,  দোকানের ভিতরে থাকা ইলেকট্রিক মালামাল, ইলেকট্রনিক্সের মালামাল, কম্পিউটার, ল্যাপটপ সহ প্রায় অর্ধ লক্ষাধিক টাকার মালামার পুরে যায়।  সহকারী অপু মনে করছেন ফোরকান মৃধার দোকানের চালের উপরে সৌর বিদ্যুতের সোলার পেল্ট অাছে, হয়তো বজ্রপাতের পর সৌর বিদ্যুতের চার্জিং মেশিন থেকেই অাগুনের উৎপত্তি হয়। কারন হিসেবে অপু বলেন ঘরে ঢুকে অন্যান্য পোড়া অাসবাব পত্রের অংশ ভালো পাওয়া গেলেও সৌর বিদ্যুৎ চাজিং মেশিন পোড়া ছাই ছাড়া অবশিষ্ট কিছু পাওয়া যায়নি।