চট্টগ্রামের লোহাগড়ায় বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষের পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ১২জন।
আজ (সোমবার, ৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে লোহাগড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আদার মানিক মো. পারভেজে ছেলে মো. জাহেদ, একই এলাকার আলমের ছেলে রিফাত (২৯), একই ইউনিয়নের চরপাড়ার নুরুল ইসলামের ছেলে নাজিম, উপজেলার সুখছড়ি মৌলভীপাড়ার আমির হোসেনের ছেলে জিয়ান হোসেন অপু ও সাতকানিয়া উপজেলার ডেলিপাড়ার আবদুস ছাত্তারের ছেলে ছিদ্দিক।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে লোহাগাড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, সকাল ৭টা ২৫ মিনিটের দিকে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের একটি বাসের জঙ্গালিয়া মাজার গেট এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের অন্তত পাঁচ যাত্রী নিহত ও ১০ জন আহত হন।