শিরোনাম :
Logo ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার Logo বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ভারতে আটক ৪৪৮ জন Logo ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ Logo জমি বিরোধকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা Logo বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, ৬০ হাজার টাকা জরিমানা Logo দিনমজুরি করেও স্বপ্ন দেখেছে আইনজীবী হওয়ার, পাঁচ বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে আইন বিভাগে ভর্তি হলেও পড়ালেখার ভবিষ্যৎ টাকার অভাবে অনিশ্চিৎ Logo কুবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের দায়িত্বে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা! Logo মাদরাসা শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ধর্ম উপদেষ্টা Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী” শিশু শিল্পী টুনটুনির জন্মদিন উদযাপন Logo রাবিতে ডাইনিং সংকটসহ ৫ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের

আমি শাকিবের স্ত্রী, আব্রাহাম খান জয় শাকিবের ছেলে : অপু বিশ্বাস

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:০৬:৩২ অপরাহ্ণ, সোমবার, ১০ এপ্রিল ২০১৭
  • ৭৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দীর্ঘ দশমাস পর লোকচক্ষুর অন্তরাল থেকে মিডিয়ার সামনে উপস্থিত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী। সোমবার বিকেল ৪টায় বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের লাইভ অনুষ্ঠান আপন ভুবনে হাজির হন তিনি। এসময় দীর্ঘ দিন চলচ্চিত্র ও মিডিয়া জগত থেকে দূরে থাকার কারণ, শাকিব খানের সঙ্গে তার বিয়ে, শাকিব-অপুর সন্তান আব্রাহামের জন্ম সহ অনেক না বলা কথা প্রকাশ করেছেন অপু বিশ্বাস। অপু বিশ্বাসের সাক্ষাৎকারটির চুম্বক অংশ  তুলে ধরা হল-

এতোদিন কোথায় ছিলেন?
অপু: ঢাকা, দেশের বাইরে, কোলকাতায় ৫-৬ মাস ছিলাম রিলেটিভের বাসায়।

শাকিব আপনার ভাল বন্ধু, তার সঙ্গে আপনার বিয়ে নিয়ে গুঞ্জন শোনা গেছে! এ বিষয়ে কিছু বলবেন।
অপু: বন্ধু থেকে সম্পর্ক অনেক দূর গড়িয়েছে, বিয়ে অবধি।

কবে, কোথায় বিয়ে হয়?

অপু: ৮-৯ বছর আগে, ২০০৮ সালের ১৮ এপ্রিল, শাকিবের বাসায় বিয়ে হয়।

বিয়েতে কারা উপস্থিত ছিলেন?

অপু: শাকিবের মেঝো ভাই, একজন প্রোডিউসার মামুনুজ্জামান মামুন ভাই ও মুনির।

কাজী কোথাকার ছিলেন?

অপু: গোপালগঞ্জের। বিয়ের সময় আমার নাম পরিবর্তন করা হয়, অপু ইসলাম খান। ‘অপু ব্শ্বিাস থেকে হয়ে গেলাম অপু ইসলাম’

এতোদিন বিয়ের বিষয়টি গোপন করছিলেন কেন?

অপু: শাকিবের ক্যারিয়ার ভাল হোক এ জন্য, আমি অনেক স্ট্রাগল করেছি, দশমাস, এসময় অঝোড়ে কাঁদতে থাকেন অপু। বলেন একটা মানুষের ধৈর্য্য কতটুকু হতে পারে। আমার ছেলে  আছে, শাকিব ও আমার ছেলে। আমি শাকিবের ভাল চাই তাই এতোদিন গোপন করেছি।

অাপনার সন্তানের জন্ম হয়েছে কবে কোথায়?

অপু: আমার সন্তানের জন্ম হয়েছে, কোলকাতার একটি হাসপাতালে। সন্তানের নাম আব্রাহাম খান জয়। গত বছরের ২৭ সেপ্টেম্বর ঢালিউড সুপারস্টার শাকিব খানের সন্তানের মা হয়েছি, এটি শাকিবেরই ছেলে। এতদিন অনেক কারণে মুখ খুলতে পারেনি। শেষ পর্যন্ত প্রকাশ করতে বাধ্য হলাম।

শাকিবের সঙ্গে দেখা হয়নি?
অপু: না, তবে ডিসেম্বরে ঢাকায় আসার পর বাসায় এসে আব্রাহামকে নিয়মিত দেখে যায়, টাকা পয়সা দেয়, লাখ লাখ টাকা। সর্বশেষ গত পরশুও এসেছিল।

দর্শকদের উদ্দেশে কিছু বলবেন?

অপু: আমি আমার সন্তানকে নিয়ে সুখে থাকতে চাই, আগামী কয়েক মাস নিজেকে ফিট করার জন্য ব্যস্ত থাকবো। শিগগিরই চলচ্চিত্র জগতে ফিরবো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

আমি শাকিবের স্ত্রী, আব্রাহাম খান জয় শাকিবের ছেলে : অপু বিশ্বাস

আপডেট সময় : ০৭:০৬:৩২ অপরাহ্ণ, সোমবার, ১০ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

দীর্ঘ দশমাস পর লোকচক্ষুর অন্তরাল থেকে মিডিয়ার সামনে উপস্থিত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী। সোমবার বিকেল ৪টায় বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের লাইভ অনুষ্ঠান আপন ভুবনে হাজির হন তিনি। এসময় দীর্ঘ দিন চলচ্চিত্র ও মিডিয়া জগত থেকে দূরে থাকার কারণ, শাকিব খানের সঙ্গে তার বিয়ে, শাকিব-অপুর সন্তান আব্রাহামের জন্ম সহ অনেক না বলা কথা প্রকাশ করেছেন অপু বিশ্বাস। অপু বিশ্বাসের সাক্ষাৎকারটির চুম্বক অংশ  তুলে ধরা হল-

এতোদিন কোথায় ছিলেন?
অপু: ঢাকা, দেশের বাইরে, কোলকাতায় ৫-৬ মাস ছিলাম রিলেটিভের বাসায়।

শাকিব আপনার ভাল বন্ধু, তার সঙ্গে আপনার বিয়ে নিয়ে গুঞ্জন শোনা গেছে! এ বিষয়ে কিছু বলবেন।
অপু: বন্ধু থেকে সম্পর্ক অনেক দূর গড়িয়েছে, বিয়ে অবধি।

কবে, কোথায় বিয়ে হয়?

অপু: ৮-৯ বছর আগে, ২০০৮ সালের ১৮ এপ্রিল, শাকিবের বাসায় বিয়ে হয়।

বিয়েতে কারা উপস্থিত ছিলেন?

অপু: শাকিবের মেঝো ভাই, একজন প্রোডিউসার মামুনুজ্জামান মামুন ভাই ও মুনির।

কাজী কোথাকার ছিলেন?

অপু: গোপালগঞ্জের। বিয়ের সময় আমার নাম পরিবর্তন করা হয়, অপু ইসলাম খান। ‘অপু ব্শ্বিাস থেকে হয়ে গেলাম অপু ইসলাম’

এতোদিন বিয়ের বিষয়টি গোপন করছিলেন কেন?

অপু: শাকিবের ক্যারিয়ার ভাল হোক এ জন্য, আমি অনেক স্ট্রাগল করেছি, দশমাস, এসময় অঝোড়ে কাঁদতে থাকেন অপু। বলেন একটা মানুষের ধৈর্য্য কতটুকু হতে পারে। আমার ছেলে  আছে, শাকিব ও আমার ছেলে। আমি শাকিবের ভাল চাই তাই এতোদিন গোপন করেছি।

অাপনার সন্তানের জন্ম হয়েছে কবে কোথায়?

অপু: আমার সন্তানের জন্ম হয়েছে, কোলকাতার একটি হাসপাতালে। সন্তানের নাম আব্রাহাম খান জয়। গত বছরের ২৭ সেপ্টেম্বর ঢালিউড সুপারস্টার শাকিব খানের সন্তানের মা হয়েছি, এটি শাকিবেরই ছেলে। এতদিন অনেক কারণে মুখ খুলতে পারেনি। শেষ পর্যন্ত প্রকাশ করতে বাধ্য হলাম।

শাকিবের সঙ্গে দেখা হয়নি?
অপু: না, তবে ডিসেম্বরে ঢাকায় আসার পর বাসায় এসে আব্রাহামকে নিয়মিত দেখে যায়, টাকা পয়সা দেয়, লাখ লাখ টাকা। সর্বশেষ গত পরশুও এসেছিল।

দর্শকদের উদ্দেশে কিছু বলবেন?

অপু: আমি আমার সন্তানকে নিয়ে সুখে থাকতে চাই, আগামী কয়েক মাস নিজেকে ফিট করার জন্য ব্যস্ত থাকবো। শিগগিরই চলচ্চিত্র জগতে ফিরবো।