আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনের প্রত্যাশা জানিয়ে শেরপুরবাসীর উন্নয়নের অঙ্গীকার করেছেন ২০১৮ সালের দলীয় মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। তিনি বলেন, আমরা সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই যেন জণগণ তাদের ভোটাধিকার ফিরে পায়।
শনিবার (৬ জুলাই) দুপুরে শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের সময় শেরপুরের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। আমি বিশ্বাস করি, জনগণ আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে শেরপুরের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করবে।”
তিনি আরও বলেন, “শেরপুরের মানুষ পরিবর্তন চায়। আমি সেই পরিবর্তনের প্রতীক হয়ে কাজ করতে চাই। একটি সুশাসন ও উন্নয়নমূলক শেরপুর গড়তে জনগণের সমর্থন আমার প্রধান শক্তি।”
মতবিনিময় সভায় জেলা বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ্ব সিরাজুল ইসলাম। তিনি বলেন, “জুলাই-আগস্টের গণ-আন্দোলনে দায়েরকৃত তিনটি হত্যা মামলায় চার্জশিট দেয়া হলেও যদি প্রকৃত হত্যাকারীরা বাদ পড়ে থাকে, তাহলে জেলা বিএনপি কোনো অবস্থাতেই তা মেনে নেবে না।”
সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী। তিনি অভিযোগ করে বলেন, “এখনও সরকারি অনেক দপ্তরে ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা সক্রিয়ভাবে কাজ করছে। প্রশাসনের কিছু মনোনীত ব্যক্তি একচেটিয়া ক্ষমতা ব্যবহার করছে, যা গণতন্ত্রের পরিপন্থী।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব সাইফুল ইসলাম স্বপন, জাফর আলী, হাসানুর রেজা জিয়া, এসএম শহিদুল ইসলাম, রমজান আলী, রেজাউল করিম রুমি, তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব সফিউল আলম চাঁন, জেলা কৃষক দলের আহ্বায়ক সফিকুল ইসলাম গোল্ডেন, উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ, সদস্য সচিব আওয়াল সরকার প্রমুখ।
বক্তারা আশা প্রকাশ করেন, শেরপুরের জনগণ আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।