শিরোনাম :
Logo বীরগঞ্জে বীজ ডিলার ও কৃষক সমাবেশ Logo হাবিপ্রবিতে প্রথম ধাপের ভর্তি সম্পন্ন হয়েছে ৬৭.৭৫ শতাংশ। Logo রাবিতে আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শহীদ সোহরাওয়ার্দী হল Logo পাক-ভারত যুদ্ধবিরতি ট্রাম্পের মধ্যস্থতা ছাড়াই হয়েছে, দাবি জয়শঙ্করের Logo হাসিনার নির্বাচনি হলফনামায় গরমিল: ব্যবস্থা নিতে ইসিকে দুদকের চিঠি Logo ১৫০ ব্যবসায়ী প্রতিনিধি নি‌য়ে ঢাকায় আসছেন চীনা বাণিজ্যমন্ত্রী Logo বাঁচতে চায় সড়ক দুর্ঘটনায় আহত ধর্মীয় শিক্ষক আঃ ছাত্তার Logo নতুন হারে মহার্ঘ ভাতা, কোন গ্রেডে কত বাড়ছে? Logo এবার মশার শরীরে ম্যালেরিয়ার ওষুধ! গবেষকদের যুগান্তকারী আবিষ্কার Logo পঞ্চগড়ে ভারতীয় পুশ-ইন, নারী-শিশুসহ ২১ বাংলাদেশিকে সীমান্তে ফেরত

হাজিদের জন্য প্রস্তুত পবিত্র মক্কা-মদিনা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:১৩:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৭০৮ বার পড়া হয়েছে

হজের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর জন্য ঘটিত রয়েল কমিশন এই প্রস্তুতির ঘোষণা দিয়েছে। তারা বলেছে, ১৪৪৬ হিজরির হজের প্রস্তুতি শেষ করা হয়েছে। যার মধ্যে রয়েছে, মক্কান নগরীসহ পবিত্র স্থানগুলোর উন্নয়নে গৃহীত উচ্চমানের প্রকল্প ও উদ্যোগগুলোও। কমিশন জানায় তারা এই বছর অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, মাঠ (হাজিদের অবস্থান স্থল) ও স্বাস্থ্যসেবাকে অন্তর্ভুক্ত করেছে। পথচারীদের হাটার পরিবেশ উন্নত করতে ফুটপাত প্রশস্ত করা এবং ছায়াযুক্ত করা হয়েছে। নামাজের স্থান এমনভাবে বিন্যস্ত করা হয়েছে যেন ভিড় জমে না যায়। 

কমিশন হাজিদের চলাচল নির্বিঘ্ন করতে নতুন বাসসেবা চালু করেছে। যার মধ্যে ‘মক্কা বাসেস’ অন্যতম। ১৫ জিলকদ থেকে ৩০ জিলহজ পর্যন্ত চার শ বাস ১২ রুটে হাজিদের সেবা প্রদান করবে। বাসগুলো চারটি স্টেশন ও ৪৩১টি স্টোপেজে থামবে। মক্কা ট্যাক্সি পরিষেবা বিস্তৃত করা হয়েছে। তাতে চুক্তিভিত্তিক গাড়ি যুক্ত করা হয়েছে। এ বছর হাজিদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে মুজদালিফায় রাবারের মেঝে, এক লাখ ৭০ হাজার বর্গমিটার পথচারী পথ তৈরি করা হয়েছে। তাপনিয়ন্ত্রণ করতে রাস্তার পাশে ১০ হাজার গাছ লাগানো হয়েছে।

এছাড়া মিনায় স্থাপন করা হয়েছে দুই শ শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং পথের ধারে ৭১টি জরুরি স্বাস্থ্যসেবা প্রদান কেন্দ্র। রাস্তার পাশে ছায়াযুক্ত বিরতির স্থান, চার শ ঠাণ্ডা পানির কল, দ্বিতল বিশিষ্ট তাবু এবং বহুতল টয়লেট নির্মাণ করা হয়েছে। গত বছর চালু হওয়া ইলেক্ট্রিক স্কুটার এ বছরও চালু থাকবে।

সূত্র : গালফ নিউজ

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে বীজ ডিলার ও কৃষক সমাবেশ

হাজিদের জন্য প্রস্তুত পবিত্র মক্কা-মদিনা

আপডেট সময় : ০৭:১৩:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

হজের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর জন্য ঘটিত রয়েল কমিশন এই প্রস্তুতির ঘোষণা দিয়েছে। তারা বলেছে, ১৪৪৬ হিজরির হজের প্রস্তুতি শেষ করা হয়েছে। যার মধ্যে রয়েছে, মক্কান নগরীসহ পবিত্র স্থানগুলোর উন্নয়নে গৃহীত উচ্চমানের প্রকল্প ও উদ্যোগগুলোও। কমিশন জানায় তারা এই বছর অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, মাঠ (হাজিদের অবস্থান স্থল) ও স্বাস্থ্যসেবাকে অন্তর্ভুক্ত করেছে। পথচারীদের হাটার পরিবেশ উন্নত করতে ফুটপাত প্রশস্ত করা এবং ছায়াযুক্ত করা হয়েছে। নামাজের স্থান এমনভাবে বিন্যস্ত করা হয়েছে যেন ভিড় জমে না যায়। 

কমিশন হাজিদের চলাচল নির্বিঘ্ন করতে নতুন বাসসেবা চালু করেছে। যার মধ্যে ‘মক্কা বাসেস’ অন্যতম। ১৫ জিলকদ থেকে ৩০ জিলহজ পর্যন্ত চার শ বাস ১২ রুটে হাজিদের সেবা প্রদান করবে। বাসগুলো চারটি স্টেশন ও ৪৩১টি স্টোপেজে থামবে। মক্কা ট্যাক্সি পরিষেবা বিস্তৃত করা হয়েছে। তাতে চুক্তিভিত্তিক গাড়ি যুক্ত করা হয়েছে। এ বছর হাজিদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে মুজদালিফায় রাবারের মেঝে, এক লাখ ৭০ হাজার বর্গমিটার পথচারী পথ তৈরি করা হয়েছে। তাপনিয়ন্ত্রণ করতে রাস্তার পাশে ১০ হাজার গাছ লাগানো হয়েছে।

এছাড়া মিনায় স্থাপন করা হয়েছে দুই শ শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং পথের ধারে ৭১টি জরুরি স্বাস্থ্যসেবা প্রদান কেন্দ্র। রাস্তার পাশে ছায়াযুক্ত বিরতির স্থান, চার শ ঠাণ্ডা পানির কল, দ্বিতল বিশিষ্ট তাবু এবং বহুতল টয়লেট নির্মাণ করা হয়েছে। গত বছর চালু হওয়া ইলেক্ট্রিক স্কুটার এ বছরও চালু থাকবে।

সূত্র : গালফ নিউজ