শিরোনাম :
Logo রাবির ভর্তি পরীক্ষায় সংকটে ভর্তিচ্ছু; ছাত্রদলের সহযোগিতায় বেঁচে রইলো স্বপ্ন Logo রাবি ভর্তিচ্ছু শিক্ষার্থীর স্বপ্ন বাচিঁয়ে রাখলেন ছাত্রদল নেতা রাবিত Logo কয়রা ৬ সাংবাদিকের নামে এক যুগ আগের ঘটনায় হত্যা মামলা Logo চকবাজারে খালে নিখোঁজ শিশুর মরদেহ চাক্তাই খালে উদ্ধার Logo আ.লীগের মিছিল বন্ধ করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর Logo জীবননগরে ৯০ বোতল ফেন্সিডিলসহ নারী আটক Logo রাবি ভর্তি পরীক্ষায় শহীদ আবু সাঈদ ও জেন-জি নিয়ে প্রশ্ন Logo শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন Logo রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসন প্রতি লড়ছেন ৫১ ভর্তিচ্ছু

কেএফসিতে ভাঙচুর, পাকিস্তানে ১৭৮ বিক্ষোভকারী গ্রেপ্তার

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে পাকিস্তানের জনতা। যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে ফাস্ট ফুড চেইন কেএফসির আউটলেটে হামলা চালায় বিক্ষোভকারীরা। এতে জড়িত থাকার অভিযোগে ১৭৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রাজধানী ইসলামাবাদ, করাচি ও লাহোরসহ বড় শহরগুলোর অন্তত ১১টি কেএফসি আউটলেটে লাঠি নিয়ে হামলা চালানো হয়। হামলায় ক্ষয়ক্ষতি ছাড়াও আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে। হামলার পর থেকে কেএফসির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি।

কেএফসি এবং এর মূল কোম্পানি ইয়ুম ব্র্যান্ডস উভয়ই যুক্তরাষ্ট্রভিত্তিক হওয়ায় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা মার্কিন স্বার্থে আঘাত হানার উদ্দেশ্যে এসব আউটলেট লক্ষ্য করেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সপ্তাহে কেএফসির এক কর্মীকে অজ্ঞাত বন্দুকধারী গুলি করে হত্যা করে। ঘটনার সময় কোনো বিক্ষোভ চলছিল না, এবং এ হত্যাকাণ্ডের পেছনে কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

লাহোর পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, শহরের ২৭টি কেএফসি আউটলেটে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। এর মধ্যে দুটিতে হামলা এবং পাঁচটিতে হামলার চেষ্টা চালানো হয়।

ইসলামপন্থি রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি)-এর এক সদস্যকে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার করা হলেও দলটি সরাসরি বিক্ষোভের আয়োজক নয় বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ফয়সাল কামরান।

টিএলপির মুখপাত্র রেহান মোহসিন জানিয়েছেন, “আমরা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছি ঠিকই, কিন্তু কেএফসির বাইরে কোনো বিক্ষোভ বা হামলার ডাক দেওয়া হয়নি।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাবির ভর্তি পরীক্ষায় সংকটে ভর্তিচ্ছু; ছাত্রদলের সহযোগিতায় বেঁচে রইলো স্বপ্ন

কেএফসিতে ভাঙচুর, পাকিস্তানে ১৭৮ বিক্ষোভকারী গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:০৪:১৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে পাকিস্তানের জনতা। যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে ফাস্ট ফুড চেইন কেএফসির আউটলেটে হামলা চালায় বিক্ষোভকারীরা। এতে জড়িত থাকার অভিযোগে ১৭৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রাজধানী ইসলামাবাদ, করাচি ও লাহোরসহ বড় শহরগুলোর অন্তত ১১টি কেএফসি আউটলেটে লাঠি নিয়ে হামলা চালানো হয়। হামলায় ক্ষয়ক্ষতি ছাড়াও আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে। হামলার পর থেকে কেএফসির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি।

কেএফসি এবং এর মূল কোম্পানি ইয়ুম ব্র্যান্ডস উভয়ই যুক্তরাষ্ট্রভিত্তিক হওয়ায় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা মার্কিন স্বার্থে আঘাত হানার উদ্দেশ্যে এসব আউটলেট লক্ষ্য করেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সপ্তাহে কেএফসির এক কর্মীকে অজ্ঞাত বন্দুকধারী গুলি করে হত্যা করে। ঘটনার সময় কোনো বিক্ষোভ চলছিল না, এবং এ হত্যাকাণ্ডের পেছনে কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

লাহোর পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, শহরের ২৭টি কেএফসি আউটলেটে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। এর মধ্যে দুটিতে হামলা এবং পাঁচটিতে হামলার চেষ্টা চালানো হয়।

ইসলামপন্থি রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি)-এর এক সদস্যকে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার করা হলেও দলটি সরাসরি বিক্ষোভের আয়োজক নয় বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ফয়সাল কামরান।

টিএলপির মুখপাত্র রেহান মোহসিন জানিয়েছেন, “আমরা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছি ঠিকই, কিন্তু কেএফসির বাইরে কোনো বিক্ষোভ বা হামলার ডাক দেওয়া হয়নি।”