চকবাজারে খালে নিখোঁজ শিশুর মরদেহ চাক্তাই খালে উদ্ধার

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০২:১৩:০৪ অপরাহ্ণ, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ৭০৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন কাপাসগোলা এলাকায় হিজড়া খালে পড়ে নিখোঁজ হওয়া ছয় মাসের শিশুর লাশ উদ্ধার হয়েছে। আজ শনিবার সকাল ১০টা ১০ মিনিটে নিখোঁজের স্থান থেকে কয়েক কিলোমিটার দূরে চাক্তাই খালের চামড়ার গুদাম এলাকায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে সেটি উদ্ধার করে তার নিজ বাড়িতে নেয়া হয়। দুপুরে আসাদগঞ্জ শুটকি পল্লী মসজিদের সাসনে তার জানাযা অনুষ্ঠিত হয়।

স্থানীয় লোকজন জানান, শিশুটির নাম সেহরিশ। তার মায়ের নাম সালমা বেগম। বাবার নাম মো. শহিদ। তাঁরা নগরের আছদগঞ্জ এলাকায় থাকেন।

উল্লেখ্য, এর আগে গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে নগরীর কাপাসগোলা নবাব হোটেল সংলগ্ন এলাকায় শিশুটির মা ও দাদির সঙ্গে বাড়ি যাওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশাসহ হিজলা খালে পড়ে যায়। স্থানীয়রা রিকশাচালককে তাৎক্ষণিক উদ্ধার করলেও শিশুটির মা ও দাদিকে পানির প্রবল স্রোত ভাসিয়ে নিয়ে যায়।

পরে ব্রিজের নিচে পাইপে আটকে পড়া অবস্থায় সিটি করপোরেশনের কর্মীদের সহায়তায় তাদের জীবিত উদ্ধার করলেও নিখোঁজ শিশুটি। শিশুটিকে উদ্ধারে গতকাল সিটি করপোরেশন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌবাহিনীর সদস্যরা অভিযান চালিয়েছেন। রাত তিনটা পর্যন্ত খালের বিভিন্ন অংশে নেমে ডুবুরিরা তল্লাশি করেন। এরপর আজ সকাল সাতটায় নৌবাহিনী পুনরায় অভিযান শুরু করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চকবাজারে খালে নিখোঁজ শিশুর মরদেহ চাক্তাই খালে উদ্ধার

আপডেট সময় : ০২:১৩:০৪ অপরাহ্ণ, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন কাপাসগোলা এলাকায় হিজড়া খালে পড়ে নিখোঁজ হওয়া ছয় মাসের শিশুর লাশ উদ্ধার হয়েছে। আজ শনিবার সকাল ১০টা ১০ মিনিটে নিখোঁজের স্থান থেকে কয়েক কিলোমিটার দূরে চাক্তাই খালের চামড়ার গুদাম এলাকায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে সেটি উদ্ধার করে তার নিজ বাড়িতে নেয়া হয়। দুপুরে আসাদগঞ্জ শুটকি পল্লী মসজিদের সাসনে তার জানাযা অনুষ্ঠিত হয়।

স্থানীয় লোকজন জানান, শিশুটির নাম সেহরিশ। তার মায়ের নাম সালমা বেগম। বাবার নাম মো. শহিদ। তাঁরা নগরের আছদগঞ্জ এলাকায় থাকেন।

উল্লেখ্য, এর আগে গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে নগরীর কাপাসগোলা নবাব হোটেল সংলগ্ন এলাকায় শিশুটির মা ও দাদির সঙ্গে বাড়ি যাওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশাসহ হিজলা খালে পড়ে যায়। স্থানীয়রা রিকশাচালককে তাৎক্ষণিক উদ্ধার করলেও শিশুটির মা ও দাদিকে পানির প্রবল স্রোত ভাসিয়ে নিয়ে যায়।

পরে ব্রিজের নিচে পাইপে আটকে পড়া অবস্থায় সিটি করপোরেশনের কর্মীদের সহায়তায় তাদের জীবিত উদ্ধার করলেও নিখোঁজ শিশুটি। শিশুটিকে উদ্ধারে গতকাল সিটি করপোরেশন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌবাহিনীর সদস্যরা অভিযান চালিয়েছেন। রাত তিনটা পর্যন্ত খালের বিভিন্ন অংশে নেমে ডুবুরিরা তল্লাশি করেন। এরপর আজ সকাল সাতটায় নৌবাহিনী পুনরায় অভিযান শুরু করে।