শিরোনাম :
Logo জবিতে রাজনৈতিক কর্মকাণ্ডে অছাত্রদের প্রবেশ নিষিদ্ধের দাবি Logo ইবিতে খেলাকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর হামলা Logo বেরোবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ Logo দেশব্যাপী হত্যাকাণ্ড এবং চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় তীব্র প্রতিবাদ Logo উত্তর কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে মহিলা দলের বিশাল গনমিছিল Logo কচুয়ায় বিএনপির উদ্যোগে লিফলেট বিতরন ও মিছিল Logo চাঁদপুরে খতিবের উপর হামলার প্রতিবাদে শহর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা বিজেপি’র জেলা কমিটি গঠনকল্পে সমন্বয় সভা আন্দালিভ রহমান পার্থ বাংলাদেশে সুস্থধারার রাজনীতির দিকপাল ………উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা Logo আমরা সংস্কার চেয়েছি,জুলাই গণহত্যার বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি: নাহিদ ইসলাম

এখনো মোবাইল ব্যাংকিং সেবা প্রসারিত হয়নি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:১২:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বর্তমানে দেশে ১৩ কোটি মানুষ মোবাইল ব্যবহার করলেও এখনো মোবাইল ব্যাংকিং সেবা প্রসারিত হয়নি বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সোমবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেঘনা ব্যাংকের মোবাইল ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে মোবাইল ব্যাংকিং `ট্যাপ অ্যান্ড পে’ সেবা চালু করে চতুর্থ প্রজন্মের মেঘনা ব্যাংক লিমিটেড। অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১৩ কোটি মানুষ মোবাইল ব্যবহার করলেও এখনো মোবাইল ব্যাংকিং সেবা প্রসারিত হয়নি। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মাত্র ২৫ হাজার কোটি টাকা লেনদেন হয়।

তিনি বলেন, দেশে মোট ৫৬টি ব্যাংক রয়েছে। এর মধ্যে ৩৯টি বেসরকারি ব্যাংক। আমাদের ব্যাংকিং সার্ভিস বৃদ্ধি করতে হবে। ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে দেশের সম্পদকে ছড়িয়ে দিতে হবে। আবদুল মুহিত বলেন, দেশে ব্যাংকগুলোর মধ্যে ৩২টি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা দেওয়ার কথা থাকলেও মাত্র ১০টি ব্যাংক এ সেবা দিচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বর্তমানে দেশে সরকার ৬৪ থেকে ৬৫ হাজার কোটি টাকা দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় করে থাকে। ভবিষ্যতে ওই পুরো টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মেঘনা ব্যাংকের এ মোবাইল সেবার মাধ্যমে কোনো শাখা ছাড়াই স্বল্প খরচে ব্যাংকিং সেবা পাবেন গ্রাহকরা। এর মাধ্যমে টাকা সঞ্চয়, টাকা আদান-প্রদান, মোবাইলে টাকা রিচার্জ, বিভিন্ন বিল পরিশোধ থেকে শুরু করে যে কোনো জায়গায় সহজে দৈনন্দিন জীবনের কেনাকাটা করা যাবে।

মেঘনা ব্যাংকের ট্যাপ অ্যান্ড পে সেবা প্রি-পেইড কার্ড সম্বলিত অত্যাধুনিক নিরাপদ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস। এটি বাংলাদেশের প্রথম চিপ বেইজড এনএফসি কার্ডসংবলিত মোবাইল ব্যাংকিং। যা গ্রাহকদের বিনামূল্যে প্রদান করা হবে।

অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন, মোবিলিটি আই ট্যাপ পে লিমিটেডের চেয়ারম্যান জহির উদ্দিন, পরিচালক কর্নেল এম এ লতিফ খান, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. কামরুল আহসানসহ ব্যাংকটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবিতে রাজনৈতিক কর্মকাণ্ডে অছাত্রদের প্রবেশ নিষিদ্ধের দাবি

এখনো মোবাইল ব্যাংকিং সেবা প্রসারিত হয়নি !

আপডেট সময় : ০৬:১২:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

বর্তমানে দেশে ১৩ কোটি মানুষ মোবাইল ব্যবহার করলেও এখনো মোবাইল ব্যাংকিং সেবা প্রসারিত হয়নি বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সোমবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেঘনা ব্যাংকের মোবাইল ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে মোবাইল ব্যাংকিং `ট্যাপ অ্যান্ড পে’ সেবা চালু করে চতুর্থ প্রজন্মের মেঘনা ব্যাংক লিমিটেড। অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১৩ কোটি মানুষ মোবাইল ব্যবহার করলেও এখনো মোবাইল ব্যাংকিং সেবা প্রসারিত হয়নি। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মাত্র ২৫ হাজার কোটি টাকা লেনদেন হয়।

তিনি বলেন, দেশে মোট ৫৬টি ব্যাংক রয়েছে। এর মধ্যে ৩৯টি বেসরকারি ব্যাংক। আমাদের ব্যাংকিং সার্ভিস বৃদ্ধি করতে হবে। ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে দেশের সম্পদকে ছড়িয়ে দিতে হবে। আবদুল মুহিত বলেন, দেশে ব্যাংকগুলোর মধ্যে ৩২টি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা দেওয়ার কথা থাকলেও মাত্র ১০টি ব্যাংক এ সেবা দিচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বর্তমানে দেশে সরকার ৬৪ থেকে ৬৫ হাজার কোটি টাকা দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় করে থাকে। ভবিষ্যতে ওই পুরো টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মেঘনা ব্যাংকের এ মোবাইল সেবার মাধ্যমে কোনো শাখা ছাড়াই স্বল্প খরচে ব্যাংকিং সেবা পাবেন গ্রাহকরা। এর মাধ্যমে টাকা সঞ্চয়, টাকা আদান-প্রদান, মোবাইলে টাকা রিচার্জ, বিভিন্ন বিল পরিশোধ থেকে শুরু করে যে কোনো জায়গায় সহজে দৈনন্দিন জীবনের কেনাকাটা করা যাবে।

মেঘনা ব্যাংকের ট্যাপ অ্যান্ড পে সেবা প্রি-পেইড কার্ড সম্বলিত অত্যাধুনিক নিরাপদ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস। এটি বাংলাদেশের প্রথম চিপ বেইজড এনএফসি কার্ডসংবলিত মোবাইল ব্যাংকিং। যা গ্রাহকদের বিনামূল্যে প্রদান করা হবে।

অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন, মোবিলিটি আই ট্যাপ পে লিমিটেডের চেয়ারম্যান জহির উদ্দিন, পরিচালক কর্নেল এম এ লতিফ খান, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. কামরুল আহসানসহ ব্যাংকটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।