বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনায়— অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- অ্যাবের সদ্য সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র নেতৃবৃন্দের উদ্যোগে চব্বিশের গণঅভ্যুত্থানে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীনদের মাঝে ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানী ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) এই ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র অন্যতম যুগ্ম-মহাসচিব ও ‘সবার আগে বাংলাদেশ’-এর সভাপতি শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি ছিলেন, ঢাকা মহানগর (উত্তর) বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক।
‘ঈদ উপহার’ বিতরণ তত্ত্বাবধান করেন, অ্যাবের সদ্য সাবেক মহাসচিব ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ।
এছাড়া উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, ইঞ্জিনিয়ার নিয়াজ উদ্দিন ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মোতাহার হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হেলাল উদ্দিন তালুকদার, ইঞ্জিনিয়ার কেএম আসাদুজ্জামান চুন্নু, ইঞ্জিনিয়ার তানবিরুল হাসান তমাল, ইঞ্জিনিয়ার শামীম রাব্বি সঞ্চয়, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম খোকা, ইঞ্জিনিয়ার সেজান আহমেদ, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ার আহসান রাসেল, ইঞ্জিনিয়ার কামরুল হাসান সাইফুল, ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ ওসমানী, ইঞ্জিনিয়ার নুর আমিন লালন, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জনি ও ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ার হোসেন রনি প্রমুখ।
উল্লেখ্য, পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন গত জুলাই-আগস্ট গণআন্দোলনে গুরুতর আহত অন্তত ১২২ জনের মাঝে এই ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়।