শিরোনাম :
Logo ইবিতে ঠিকাদারদের লাইসেন্স নবায়নের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ Logo জবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আয় ১২ কোটি টাকা Logo বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচন সম্পন্ন Logo আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo সরকার উদ্যোগ না নিলে আমরা বসে থাকব না: নাহিদ ইসলাম Logo সার্কের বিকল্প জোট গঠনে কাজ করছে চীন-পাকিস্তান, রয়েছে বাংলাদেশও Logo পহেলা জুলাই থেকে ৫ আগস্টের কর্মসূচি ঘিরে হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo নতুন নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘তারুণ্য’ Logo সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, আহত-৩০ Logo খুবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে জুলাই আন্দোলনকে কটাক্ষ ও ধর্ম অবমাননার অভিযোগ

আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৮:৩৯:৫৫ অপরাহ্ণ, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ৭০৭ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বিমানবন্দরে যে ম্যাগাজিন পাওয়া গেছে, সেটি একে-৪৭-এর নয় বরং তার একটি পিস্তলের খালি ম্যাগাজিন ছিল, এবং এটি সঙ্গে নেওয়াটা ছিল অনিচ্ছাকৃত ও ভুলবশত।

তিনি আজ সোমবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, অনেকে বলছেন, তিনি একে-৪৭-এর লাইসেন্স পেয়েছেন— এটা সঠিক নয়। এটি তার বৈধ অস্ত্রের একটি খালি ম্যাগাজিন, যা তিনি ভুলবশত সঙ্গে নিয়ে গিয়েছিলেন। এটা আসলে ঠিক সেই রকম একটি ভুল, যেমন আপনি ভুল করে চশমার বদলে মোবাইল নিয়ে বের হয়ে যান। যদি তিনি আগে জানতেন, তাহলে কোনো অবস্থায়ই এটি সঙ্গে নিতেন না।

এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স ৩০ না হওয়ার পরও কীভাবে তিনি অস্ত্রের লাইসেন্স পেলেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি যেহেতু অস্ত্র আইনটি ভালোভাবে দেখিনি, সেহেতু এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।

এয়ারপোর্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, এয়ারপোর্টে দুই দফা স্ক্যানিংয়ের পরও ম্যাগাজিনটি ধরা পড়েনি, তৃতীয় দফায় গিয়ে এটি শনাক্ত হয়। এই ঘটনায় কোথায় গাফিলতি হয়েছে, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। আবার অনেক সময় দেখা যায়, প্রভাবশালী কেউ প্রবেশ করলে কিছু ‘প্রিভিলেজ’ পেয়ে যান। কিন্তু সবাইকে মনে রাখতে হবে— আইনের চোখে সবাই সমান। কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই।

তিনি আরও জানান, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অনুষ্ঠান নির্বিঘ্নে আয়োজনের বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। এই সময়কে কেন্দ্র করে কোনো ধরনের আইনশৃঙ্খলা হুমকি নেই। তবে সকল কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে ঠিকাদারদের লাইসেন্স নবায়নের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ

আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৮:৩৯:৫৫ অপরাহ্ণ, সোমবার, ৩০ জুন ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বিমানবন্দরে যে ম্যাগাজিন পাওয়া গেছে, সেটি একে-৪৭-এর নয় বরং তার একটি পিস্তলের খালি ম্যাগাজিন ছিল, এবং এটি সঙ্গে নেওয়াটা ছিল অনিচ্ছাকৃত ও ভুলবশত।

তিনি আজ সোমবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, অনেকে বলছেন, তিনি একে-৪৭-এর লাইসেন্স পেয়েছেন— এটা সঠিক নয়। এটি তার বৈধ অস্ত্রের একটি খালি ম্যাগাজিন, যা তিনি ভুলবশত সঙ্গে নিয়ে গিয়েছিলেন। এটা আসলে ঠিক সেই রকম একটি ভুল, যেমন আপনি ভুল করে চশমার বদলে মোবাইল নিয়ে বের হয়ে যান। যদি তিনি আগে জানতেন, তাহলে কোনো অবস্থায়ই এটি সঙ্গে নিতেন না।

এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স ৩০ না হওয়ার পরও কীভাবে তিনি অস্ত্রের লাইসেন্স পেলেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি যেহেতু অস্ত্র আইনটি ভালোভাবে দেখিনি, সেহেতু এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।

এয়ারপোর্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, এয়ারপোর্টে দুই দফা স্ক্যানিংয়ের পরও ম্যাগাজিনটি ধরা পড়েনি, তৃতীয় দফায় গিয়ে এটি শনাক্ত হয়। এই ঘটনায় কোথায় গাফিলতি হয়েছে, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। আবার অনেক সময় দেখা যায়, প্রভাবশালী কেউ প্রবেশ করলে কিছু ‘প্রিভিলেজ’ পেয়ে যান। কিন্তু সবাইকে মনে রাখতে হবে— আইনের চোখে সবাই সমান। কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই।

তিনি আরও জানান, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অনুষ্ঠান নির্বিঘ্নে আয়োজনের বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। এই সময়কে কেন্দ্র করে কোনো ধরনের আইনশৃঙ্খলা হুমকি নেই। তবে সকল কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।